বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

৫১২ কেজি পেঁয়াজ বিক্রিতে আয় ২ রুপি

Paris
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

এফএনএস
দুর্ভাগ্য মনে হয় একেই বলে। একটু বেশি লাভের আশায় ৫১২ কেজি পেঁয়াজ নিয়ে নিজের গ্রাম থেকে ৭০ কিলোমিটার দূরে গিয়েছিলেন এক কৃষক। কিন্তু আয় হলো কত? মাত্র এক রুপি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যিই। ভারতের মহারাষ্ট্রে নিজের গ্রাম থেকে সোলাপুর পৌঁছান ৫৮ বছরের কৃষক রাজেন্দ্র তুকারাম চাভন। ঠিক করেছিলেন সোলাপুরের এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটিতে (এপিএমসি) পেঁয়াজ বেচে খানিক আয় করবেন। কিন্তু বহু চেষ্টার পর প্রতি কেজি পেঁয়াজে দাম পেলেন এক রুপি। কিন্তু শেষমেশ ৫১২ কেজি পেঁয়াজ বিক্রি করে তার হাতে আসে ২ দশমিক ৪৯ রুপি। তুকারাম জানান, পেঁয়াজ পরিবহন এবং মাল নামানোর পেছনে কিছু খরচ হয়েছিল। তাই ৫১২ কেজি পেঁয়াজ বিক্রির পর ৫০৯ দশমিক ৫ রুপি কেটে নেয় এপিএমসি। বাকি দুই রুপি তাকে দেওয়া হয়। ৪৯ পয়সার উল্লেখ সেখানে ছিল না। কারণ ব্যাংক ওই খুচরা দিতে পারবে না। এখানেই হতাশার শেষ নয়। তুকারাম জানান, যে দুই রুপির চেক তিনি হাতে পেয়েছেন, তা ব্যাংকে জমা দিয়ে নগদ পেতে অন্তত ১৫ দিন সময় লাগবে। অত্যন্ত দুঃখের সঙ্গে বৃদ্ধ কৃষক বলেন, বর্তমানে বীজ থেকে সার- সবকিছুরই দাম বেড়েছে। প্রায় ৪০ হাজার রুপি খরচ করে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। গত বছর প্রতি কেজি পেঁয়াজ ২০ রুপিতে বিক্রি করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার আর লাভের মুখ দেখা হলো না। তার দাবি, এবার ফলন বেশি হওয়ার কারণেই পাইকারি মূল্য কমেছে। এর আগেও কৃষকদের দুর্দশার কথা উঠে এসেছে শিরোনামে। গত বছরই ২০০ কেজি পেঁয়াজ বিক্রি করে মাত্র সাড়ে আট রুপি আয় হয়েছিল এক কৃষকের। এবার মহারাষ্ট্রের বৃদ্ধ তুকারাম ডুবলেন হতাশায়।

 


আরোও অন্যান্য খবর
Paris