শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

চাঁদের মাটিতে জাপানের রোবট

Paris
Update : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪

এফএনএস
চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে জাপানের পাঠানো একটি রোবট। তবে ল্যান্ডারটি সফলভাবে অবতরণ করলেও এর সোলার পাওয়ার সিস্টেম ঠিক মতো কাজ না করায় অভিযানটি আর মাত্র কয়েক ঘণ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন ও ভারতের পর পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করল জাপান। খবর বিবিসির। প্রকৌশলীরা এখন অভিযানটি রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সঠিক কারণ এখনও বোঝা না গেলেও জানানো হয়েছে যানটির সোলার সেলগুলো বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। আর এ কারণে ল্যান্ডারটি ব্যাটারি দিয়ে চলছে, তবে খুব তাড়াতাড়ি এর চার্জ শেষ হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এরপরই ল্যান্ডারটি সম্পূর্ণ শান্ত হয়ে যাবে। এটি আর তখন কমান্ড গ্রহণ করবে না, এমনকি সেটির সঙ্গে পৃথিবী থেকে যোগযোগও করা যাবে না। প্রকৌশলীরা ল্যান্ডারটির হিটার বন্ধ করে দিয়েছেন এবং যানটি থেকে পাঠানো ছবি সংগ্রহ করছেন। এ ছাড়া তারা অন্যান্য কারিগরি তথ্যও নিচ্ছেন। তবে জাপানের মহাকাশ এজেন্সি জাক্সা জানায়, ল্যান্ডারটি নীরব হয়ে যাবার পরও চুপচাপ বসে থাকবে না। সোলার প্যানেল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে তারা। কর্মকর্তারা জানিয়েছেন, চাঁদে আলোর কৌণিক অবস্থান পরিবর্তন হলে এটি আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। জাক্সার ভাইস প্রেসিডেন্ট হিতোশি কুনিনাকা বলেন, ‘এটা এখনও আমাদের কাছে ডেটা পাঠাচ্ছে সঠিকভাবে। এতে মানে হচ্ছে অবতরণের বিষয়টি সফল হয়েছে।’ মহাকাশযানটিতে রয়েছে একটি ইনফ্রারেড ক্যামেরা। এটি আগামী এক পক্ষকালব্যাপী স্থানীয় ভূতত্ত্ব নিয়ে পরীক্ষা চালাবে। তবে পুরো পরীক্ষা-নিরীক্ষা শেষ হতে কত সময় লাগবে, তা জানানো হয়নি।

 


আরোও অন্যান্য খবর
Paris