রবিবার

১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা মোহনপুরে ভোক্তা অধিকারের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ইলেকট্রনিক ইমুনাইজেশন রেজিস্ট্রেশন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে চসিক পরিদর্শনে রাসিক প্রতিনিধি দল গোদাগাড়ীতে বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাজশাহীতে আ’লীগ কর্মী নয়নালের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি ‘সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই’ রক্তস্বল্পতা দূর করবে কচু যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক কি একদম তলানিতে কান উৎসবে নজর কাড়লেন অন্তঃসত্ত্বা প্রিয়তি শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানত কমেছে, ঋণ বাড়ছে, আস্থার সংকট

কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী?

Paris
Update : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

গোদাগাড়ী প্রতিনিধি : আগামীকাল বুধবার (৮মে) রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশন প্রস্ততি সম্পন্ন করেছে। গোদাগাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বীতা করছে। ৫ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একজন বিএনপি নেতা ও চারজনই আওয়ামীলীগের পদধারী নেতা। প্রার্থীরা হচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম (কাপ পিরিচ), পৌর আওয়ালীগ সভাপতি রবিউল আলম (আসারস), উপজেলা যুবলীগ অর্থ সম্পাদক ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলালউদ্দীন সোহেল (দোয়াত কলম), উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ও সাবেক কাস্টমস কর্মকর্তা সুনন্দন দাস রতন (মোটরসাইকেল), জেলা যুবদলের সাবেক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনী (ঘোড়া প্রতীক)। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার (তালা), গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক নাজমুল ইসলাম মাস্টার (চশমা), উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সালমান ফিরোজ ফয়সাল (টিয়াপাখি), হুরেন টুডু (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও গোদাগাড়ী মহিলা লীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি (প্রজাপতি), গোদাগাড়ী মহিলা লীগের সাধারন সম্পাদক কৃঞ্চা দেবী (ফুটবল)। প্রার্থীরা প্রতীক পেয়েই ব্যাপক প্রচার প্রচারণা,সভা সমাবেশের পাশাপাশি বাড়ী বাড়ী গিয়ে ভোট চাই। এবার প্রার্থীরা বেশি বেশি উঠান বৈঠক করে। এতে করে ভোটারদের মাঝে উৎহ উদ্দীপনা দেখা দেয়। আজ সোমবার প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। রোববার প্রার্থীরা উপজেলার ৯টি ইউনিয়ন ও ২টি পৌরসভার আনাচে কানাচে গিয়ে প্রচার প্রচারণা চালিয়ে শেষ বারের মত ভোট চাইতে দেখা যায়। এবার ৫জন চেয়ারম্যান প্রার্থী থাকলে ৩জনের মধ্যে প্রচার-প্রচারণা ছিল বেশি। ভোটাররা হিসাব-নিকাশ করে বলছেন নির্বাচনে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (কাপ পিরিচ), রবিউল আলম (আসারস) ও বেলাল উদ্দীন সোহেল (দোয়াত কলম) মধ্যে ত্রিমূখী লড়াই হবে। আর মহিলা ভাইস চেয়ারম্যান দুই মহিলালীগ মধ্যে হাড্ডিহাড্ডি লড়াই হবে। ভাইস চেয়ারম্যান পদে সমান তালে ৪জন লড়াই করলেও নির্বাচন পর্যপেক্ষকরা শফিকুল সরকারকে এগিয়ে রাখছে।


আরোও অন্যান্য খবর
Paris