বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

রাজশাহীতে ফুটবলে শক্তিশালী ঢাকাকে রুখে দিলে স্বাধীনতা ক্রীড়া সংঘ

Paris
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : নিজ ভেন্যুতে লীগ টেবিলে ২য় স্থানে থাকা ঢাকা আবাহনী লিঃ সাথে ১-১ গোলে ড্র করলো ১১তম স্থান অধিকারী দল স্বাধীনতা ক্রীড় সংঘ। গতকাল শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি ছিল স্বাধীনতা ক্রীড় সংঘ ও শক্তিশালী ঢাকা আবাহনী লিঃ এর সাথে। প্রথমার্ধে এক চেটিয়া প্রধার্ন বিস্তার করে স্বাধীনতা ক্রীড়া সংঘকে দাঁড়াতে দেয়নি ঢাকা আবাহনী। খেলার ৩৯ মিনিটে কোস্টারিকা ওয়াল্ড কাপ স্কোয়াডের খেলোয়ার ডানিয়াল কলিংডেজের জোরালো শট স্বাধীনতার ক্রীড় সংঘের গোলরক্ষক সারওয়ার জাহান বলটি ধরতে না পারলে সুযোগটি কাজে লাগাতে ভুল করেনি আবাহনী লিঃ এর অধিনায়ক জীবন।

তিনি গোলরক্ষকে একা পেয়ে সহজেই গোল করে আবাহনীকে ১-০ গোলে এগিয়ে নেন। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধে খেলা শেষ করে ঢাকা আবাহনী লিঃ। বিরতির পর খেলা শুরু হলে বদলী খেলোয়াড় হিসেবে রাইটউইংগার জাহিদকে নামালে আক্রমন বেড়ে যায় স্বাধীনতা ক্রীড় সংঘের। একের পর এক আক্রমন করে ঢাকা আবাহনীকে কোনঠাসা করে ফেলে লীগ টেবিলে ১০ নম্বরে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৮০মিঃ গোল মুখে জটলা থেকে গোল করে ইকবাল। ১-১ গোলে সমতা ফিরে আসলে বাকী সময় কোন দল গোলের দেখা না পেলে ১-১ গোলে খেলা অমিসাংতি ভাবে শেষ হয়। ঢাকা আবাহনী ৮ খেলা শেষ করে ১৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলে ২য় স্থান ও স্বাধীনতা ক্রীড়া সংঘ ৮ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে অবস্থান করছে।


আরোও অন্যান্য খবর
Paris