শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দলের লক্ষ্য নিয়ে প্রশ্ন তুললেন কোহলী

Paris
Update : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

এফএনএস : গেলোবারের সাফল্যটা ধরে রাখা যে কঠিন হবে ভারতের তার আন্দাজ দেখা যাচ্ছিলো ওয়ানডে সিরিজ থেকেই। কিন্তু প্রথম ম্যাচটা যে ঢংয়ে হারলো ভারত, তাতে পরবর্তী তিন ম্যাচে কী হবে তা নিয়েও জেগেছে সংশয়। অধিনায়ক বিরাট কোহলি তাতে প্রশ্ন তুলেছেন দলের লক্ষ্য নিয়েই! শনিবার সকালে ভারত খেললো ওভার বিশেক, তুললো ২৭ রান; তাতেই দলের আট উইকেট হাওয়া! পরে ভারতের দেয়া ৯০ রানের মামুলি লক্ষ্য তুড়িতেই পার করে অজিরা, সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

অধিনায়ক কোহলির প্রতিক্রিয়ায় বেদনার সঙ্গে মিশে রইলো কিছুটা ঝাঁজও। বললেন, ‘এটা অবশ্যই বেদনাদায়ক। আমরা সম্ভবত খুব একটা লক্ষ্য নিয়ে এগোতে পারিনি আজ।’ তিনি আরও যোগ করেন, ‘এ অনুভূতিকে ভাষায় প্রকাশ করা অসম্ভব। আমরা যখন ব্যাট করতে নামি, তখন ৬০ রানের একটা লিড ছিলো। তারপর দুমড়ে মুচড়ে গেলাম। তাতে দুই দিনের ভালো ক্রিকেট এক ঘণ্টার ব্যবধানে হাওয়ায় মিলিয়ে গেলো।’


আরোও অন্যান্য খবর
Paris