বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

দেশে কমেছে বাণিজ্য ঘাটতি

Paris
Update : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

এফএনএস : গত অর্থবছরে প্রায় ১৮ বিলিয়ন ডলারের (৫৭২ কোটি ৯০ লাখ ডলার) বাণিজ্য ঘাটতি নিয়ে অর্থবছর শেষ করেছিল দেশ। চলতি অর্থবছরের (২০২০-২১) জুলাই-অক্টোবর সময়ে তা কমে ৩২৩ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ৫০৬ কোটি টাকা।

হিসাব করে দেখা গেছে, এই বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ২৪৯ কোটি ৩০ লাখ ডলার কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ এক হাজার ২৫৪ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে।

অন্যদিকে একই সময়ে আমদানিতে ব্যয় হয়েছে এক হাজার ৫৭৮ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে গত চার (জুলাই-অক্টোবর) মাসে পণ্য বাণিজ্যে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩২৩ কোটি ৬০ লাখ ডলার। এই চার মাসে রপ্তানি আয় বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ, একই সময়ে আমদানি ব্যয় কমেছে প্রায় ১৩ শতাংশ। আলোচ্য সময়ে দেশের রপ্তানি ব্যয় ছিলো এক হাজার ২৫৪ কোটি ডলার। অপরদিকে আমদানি ব্যয় ১২ দশমিক ৯৯ শতাংশ কমে এক হাজার ৫৭৮ কোটি ডলারে পৌঁছেছে।

আলোচ্য সময়ে সেবা খাতের বাণিজ্য ঘাটতিও কমে এসেছে অর্ধেকে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুলাই-অক্টোবর সময়ে সেবা খাতে ঘাটতি ছিল ১১১ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৬৮ কোটি ১০ লাখ ডলারে। একই সময়ে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। চলতি অর্থবছরের চার মাসে (জুলাই-অক্টোবর) ৮৯৬ কোটি ২০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৩০ কোটি ৪০ লাখ ডলার।

বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪২দশমিক ১৬ শতাংশ। সদ্য বিদায়ী নভেম্বরে মাসে প্রবাসীরা দেশে ২০৮ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৩ দশমিক ৬৬ শতাংশ বেশি।


আরোও অন্যান্য খবর
Paris