শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ধান ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

Paris
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি : দেশের উত্তরাঞ্চলে কৃষি শিল্পে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দেড় যুগ ধরে খাদ্য পণ্য উৎপাদন, বিপণন ও সরবরাহের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে। সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে ২৪ ফেব্রুয়ারী, শনিবার রাজশাহীর পবা থানার দাওকান্দিতে অবস্থিত নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ধান ব্যবসায়ী ও সরবরাহকারীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহান বক্স মন্ডল, নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম, নাবিল ফিড মিল লিঃ এর চেয়ারম্যান ইসরাত জাহান, ডিরেক্টর সাপ্লাই চেন কাজী শিব্বির আহমেদ প্রমুখ। গ্রুপের চেয়ারম্যান জাহান বক্স মন্ডল অতীতের ধারাবাহিকতায় কোন রকম মিশ্রণ ছাড়া গুণগত মান সম্মত ধান সরবরাহের আহ্বান জানান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কৃষিবিদ আমিনুল ইসলাম  সপ্তাহে পাঁচ দিন বিল পরিশোধ করার কথা জানিয়ে  ক্ষুদ্র ধান ব্যবসায়ী ও সরবরাহকারীদের বাজারদর অনুযায়ী ন্যায্যমূল্যে ধান সরবরাহ করে প্রধান খাদ্য পণ্য চালের মুল্য স্থিতিশীল রাখতে অবদান রাখার অনুরোধ করেন এবং  নাবিল ফিড মিল লিঃ এর চেয়ারম্যান ইসরাত জাহান ধান ব্যবসায়ী ও সরবরাহকারীদের উদ্দেশ্যে বলেন “আপনারাই নাবিল গ্রুপের মুল সহায়ক শক্তি যাদের  সহযোগিতায় আমরা দেশব্যাপী ভাল মানের চাল সরবরাহ করে চলেছি, মান সম্মত ধান সরবরাহের মাধ্যমে আপনাদের এ সহযোগিতা অব্যাহত রাখবেন এটাই আমাদের প্রত্যাশা”। নাবিল নাবা ফুডস লিঃ এর জেনারেল ম্যানেজার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং এজিএম- অপারেশন (রাইস বিজনেস) শহিদুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এজিএম-(এইচ আর এডমিন) মো. আইনাল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য দেশের অন্যতম বৃহৎ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ উত্তরাঞ্চলে কর্ম সংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।


আরোও অন্যান্য খবর
Paris