মঙ্গলবার

৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় মারা গেলেন

Paris
Update : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

এফএনএস : আফ্রিকার রাজতান্ত্রিক দেশ এসওয়াতিনি বা সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিবেশী দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। দেশটির সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। চার সপ্তাহ আগে ৫২ বছর বয়সী প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি করোনায় আক্রান্ত হন। ডেপুটি প্রধানমন্ত্রী থেম্বা মাসুকু এক বিবৃতিতে বলেন, জাতিকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রধানমন্ত্রী এমব্রুসে দলামিনি অসময়ে চলে গেছেন। গত মাসের মাঝামাঝিতে দলামিনি ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি ভালোবোধ করছেন; উপসর্গ নেই বলেও জানিয়েছিলেন তখন। ১লা ডিসেম্বর করোনা থেকে দ্রুত মুক্তি পেতে দক্ষিণ আফ্রিকায় যান দলামিনি। তখন সরকারের পক্ষ থেকে জানানো হয়, দলামিনির অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় স্বাভাবিক সাড়া দিচ্ছেন তিনি। ২০১৮ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান দলামিনি। এর আগে একটি টেলিকম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। কিংডম অব এসওয়াতিনি আনুষ্ঠানিকভাবে সোয়াজিল্যান্ড নামে পরিচিত। দেশটিতে ৬ হাজার ৭০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১২৭ জন। দেশটির জনসংখ্যা ১২ লাখ।


আরোও অন্যান্য খবর
Paris