বৃহস্পতিবার

১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে, ক্লাস শুরু ৩০ জুলাই দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড

পদত্যাগ না করে উপজেলা ভোটে ইউপি চেয়ারম্যানদের অংশ নেয়ার আদেশ স্থগিত

Paris
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে পদত্যাগ না করে উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে পদত্যাগ না করা দুই ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে করা নির্বাচন কমিশনের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। এদিন নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অন্যদিকে দুই চেয়ারম্যানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও শাহদীন মালিক। এর আগে ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করায় উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ফলে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করেই এ দুই চেয়ারম্যানের উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আইনত কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে পৃথক রিটের প্রাথমিক শুনানি শেষে গত ২৩ এপ্রিল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদালতে ওইদিন রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক ও এম মনজুর আলম। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম এম জি সারোয়ার। দুই চেয়ারম্যানের একজন হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। অপরজন হলেন- কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুল ইসলাম। তিনি খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। আইনজীবী শাহদীন মালিক জানান, তারা ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার ও আপিল কর্তৃপক্ষ তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন। এর বিরুদ্ধে তারা রিট করেন। কারণ ইউপি চেয়ারম্যানরা পদত্যাগ করতে বাধ্য নন। আদালত আদেশ দিলেন তারা ইউপি চেয়ারম্যান পদে থেকে আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। তাদের মনোনয়ন হাইকোর্ট বৈধ ঘোষণা করেছেন। এখন এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা বলে মনে করছেন এ আইনজীবী। ওই দুই উপজেলায় আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris