শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
জাতীয় কারাতে প্রতিযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার সাফল্য উপজেলা নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী তানোরে হিমাগারে ভারতীয় আলু মজুদ? অপতথ্য রোধে একসঙ্গে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা

স্ত্রীকে কারাদণ্ড দেওয়া নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানকে ইমরান খানের হুমকি

Paris
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে দুর্নীতির একটি মামলায় দোষীসাব্যস্ত করা হয়েছে এবং বর্তমানে তিনি ইসলামাবাদের কাছে তাদের বানি গালার বাসভবনে গৃহবন্দি আছেন। ইমরানের সঙ্গে বুশরা বিবির বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে তার আগের স্বামী খাওয়ার ফরিদ মানেকার করা ‘ব্যাভিচার এবং প্রতারণামূলক বিয়ের’ মামলায়ও বুশরা বিবিকে দোষীসাব্যস্ত করা হয়েছে বলে গত বৃহস্পতিবার জানায় ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। ৪৯ বছর বয়সী বুশরা বিবিকে সাজা দিয়ে গৃহবন্দি করে রাখায় দারুণ ক্ষুব্ধ ইরমান এজন্য সরাসরি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল অসিম মুনিরকে দায়ী করে বুধবার বলেন, “আমার স্ত্রীকে যে কারাদণ্ড পুরস্কার দেওয়া হয়েছে তার পেছনে জেনারেল অসিম মুনির সরাসরি জড়িত।” যে বিচারক বুশরাকে কারাদণ্ড দিয়েছেন তিনিই ইমরানকে তাকে ‘এ সিদ্ধান্ত দিতে বাধ্য করা হয়েছে’ বলে জানিয়েছেন, দাবি ইরমানের। হুমকির সুরে ইমরান আরও বলেন, “যদি আমার স্ত্রীর কিছু হয়, আমি অসিম মুনিরকে ছাড়বো না। আমি আমার জীবদ্দশায় অসিম মুনিরকে ছাড়বো না। আমি তার অসাংবিধানিক এবং অবৈধ কার্যকলাপের পর্দা ফাঁস করেই ছাড়বো।” বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত ৭১ বছর বয়সের ইমরান বর্তমানে আদিয়ালা জেলে বন্দি আছেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন। এ বিষয়ে ইমরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তার অফিসিয়াল একাউন্টে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন বলে জানায় এনডিটিভি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআই এর প্রতিষ্ঠাতা আরও বলেন, “দেশে এখন জঙ্গল আইন চলছে এবং জঙ্গলের রাজার ইচ্ছাতেই সব কিছু হচ্ছে। যদি জঙ্গলের রাজ চান তবে নওয়াজ শরীফের বিরুদ্ধে হওয়ার সব মামলার সাজা মাফ হয়ে যায়। আবার জঙ্গলের রাজার ইচ্ছাতেই পাঁচ দিনের মধ্যে আমাদের তিনটি মামলায় দোষীসাব্যস্ত করে সাজা দেওয়া হয়।”ইমরানের এই অভিযোগের বিরুদ্ধে পাকিস্তান সামরিক বাহিনী থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। এর আগে ইমরান কারাগারে তার স্ত্রী বুশরাকে বিষপ্রয়োগের অভিযোগ তুলেছিলেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris