মঙ্গলবার

৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিস্কুট বিপণী ও পরাগ লাচ্ছা সেমাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ

Paris
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীর বিসিক শি/ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে মেসার্স বিস্কুট বিপণী ও পরাগ লাচ্ছা সেমাই নামীয় প্রতিষ্ঠান দুটি লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক ও লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মালামাল জব্দপূর্বক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়। তন্মধ্যে বিস্কুট বিপণী প্রতিষ্টানটিকে বিসিক শি/ন ঠিকানায় ০৫ দিনের মধ্যে কারখানা স্থানান্তরের আবেদন দাখিল করতে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া পরাগ লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানটির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় এবং উক্ত ঠিকানায় লাইসেন্স না থাকায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আরও ০৪ টি প্রতিষ্ঠানকে অতিসত্ত্বর লাইসেন্স নবায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী অফিসের কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম, জনাব মিঠুন কবিরাজ ও প্রকৌ. জুনায়েদ আহমেদ।


আরোও অন্যান্য খবর
Paris