মঙ্গলবার

৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পিবিআই রাজশাহীতে মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিল ওয়ার্কশপ অনুষ্ঠিত

Paris
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

রুবেল সরকার : পিবিআই রাজশাহী অফিসে মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ এবং সংশোধনের উপায়” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী শনিবার সকাল দশটায় পিবিআই রাজশাহী জেলায় অনুষ্ঠিত ওয়ার্কশপটি সঞ্চালন করেন পিবিআই পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ মনিরুল ইসলাম। ওয়ার্কশপে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মাহবুব আলম, ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম। ওয়ার্কশপে মূখ্য আলোচক হিসেবে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ ও সংশোধনে করণীয় সম্পর্কে তথ্যবহুল ও জ্ঞানগর্ভ আলোচনা করেন। এছাড়াও আলোচক হিসেবে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামলা তদন্ত, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ ও নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিল সংক্রান্ত বাস্তবতার নিরিখে জ্ঞানগর্ভ আলোচনা ও ওয়ার্কশপের মূল প্রবন্ধ উপস্থাপক বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম মামলা তদন্ত, সাক্ষ্য গ্রহণ, নির্ভুল পুলিশ রিপোর্ট দাখিলে ত্রুটি বিচ্যুতি নিরূপণ ও সংশোধনে করণীয় সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করেন। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে ত্রুটি বিচ্যুতি সংশোধনের উপায় সম্পর্কে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব আলম বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পিবিআই পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)মোঃ মনিরুল ইসলাম বলেন, বিজ্ঞ বিচারকদের দিক নির্দেশনা নিঃসন্দেহে পিবিআই’র প্রত্যেক তদন্তকারী কর্মকর্তার অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে এবং পিবিআই’র তদন্তের মান বৃদ্ধিতেও সহায়ক হবে বলে আমি আশাবাদী। ওয়ার্কশপে অংশগ্রহণকারী হিসেবে পিবিআই রাজশাহী জেলার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris