মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা

Paris
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

আককাস আলী, নওগাঁ : নওগাঁ জেলায় চলতি ২০২৪-২৫ রবি মওসুমে ভূট্টা কর্তন শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক ড. আবুল কালাম আজাদ বলেছেন, জেলার প্রায় ৩০ শতাংশ জমির ভূট্টা কর্তন সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে চলতি রবি মওসুমে জেলায় মোট ৭ হাজার ২শ’ ৭০ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে। উপজেলাভিত্তিক ভূট্টা চাষকৃত জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২১০ হেক্টর, রানীনগর উপজেলায় ৭৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৪৫শ’ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩শ’ হেক্টর, বদলগাছী উপজেলায় ১৩৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৪০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩৩৫ হেক্টর, মান্দা উপজেলায় ৪৮০ হেক্টর, সাপাহার উপজেলায় ৭০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভূট্টা চাষ করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছর প্রতি হেক্টর জমি থেকে ১২.১২ মেট্রিকটন ভূট্টা উৎপাদিত হচ্ছে। সেই হিসেবে এ বছর জেলায় রবি মওসুমে প্রায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris