শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাওনা টাকার জন্য যুবককে পিটিয়ে হত্যা

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় রড দিয়ে পিটিয়ে মো. সোহেল (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও পুলিশ। গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। তিনি চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ নাজিরপুর এলাকার সোহেলের কাছে ১৩০ টাকা পাওনা ছিল আলীপুর এলাকার সোহেল নামে অপর একজনের। পেশায় তারা দুজনই দিনমজুর। পাওনা টাকা নিয়ে গত শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় আলীপুর এলাকায় দুই জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাওনাদার সোহেল লোহার একটি রড দিয়ে মাথায় আঘাত করলে অপর সোহেল মাটিতে লুটে পড়ে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানেও পিটিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। রাতে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় আহত সোহেলের মা মমতাজ বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হামলার ঘটনায় নিহত সোহেলের মায়ের দায়ের করা মামলটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। এ মামলায় আলীপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সোহেলের (২৮) নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা ১৩০ টাকা নিয়ে তর্কবিতর্কের জেরে এ ঘটনা ঘটেছে। আসামিকে গ্রেপ্তারের পর ঘটনার মূল কারণ জানা যাবে।’


আরোও অন্যান্য খবর
Paris