শুক্রবার

৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুতা ছেড়ে মুসল্লির বাইকের দিকে নজর চোর চক্রের!

Paris
Update : রবিবার, ৯ জুলাই, ২০২৩

এফএনএস

মসজিদের সামনে থেকে মুসল্লির জুতা-স্যান্ডেল চুরি নিত্যনৈমিত্তিক ঘটনা। আর বিষয়টি মাথায় রেখে বর্তমানে বিশেষত রাজধানীসহ বড় বড় শহরগুলোর মসজিদে আগত মুসল্লিরাও সাবধান থাকেন। মসজিদে প্রবেশের সময় তারা জুতা-স্যান্ডেল হাতে নিয়েই ভেতরে প্রবেশ করেন। এমন সচেতন অবস্থা দেখে দৃষ্টিভঙ্গি বদলেছে চোরেরাও। তারা এবার জুতা-স্যান্ডেল ছেড়ে মুসল্লির বাইকে দিয়েছে নজর। বিশেষ করে শুক্রবারের জুমার নামাজের সময় মুসুল্লিদের বাইক চুরি করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোরের দল। শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকায় জুমার নামাজের সময় দুটি মসজিদের সামনে থেকে দুই মুসুল্লির মোটরসাইকেল চুরি হয়েছে। এই চুরির ঘটনায় চোরের দল শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ভুক্তভোগী ও একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানান, ধানমন্ডি থানাধীন বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে শুক্রবার দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেল চুরি হয়। মসজিদের সামনে পার্কিং করা মুসল্লি নাসির রহমানের মোটরসাইকেলটি ছিল ইয়ামাহা এফ জেড-১৫৩ সিইসি সবুজ-কালো রঙের। নাসির রহমান জানান, মসজিদে নামাজরত অবস্থাতেই চোরেরা তার বাইক নিয়ে গেছে। আরেক ভূক্তভোগী বাবুল হোসেন রায়েরবাজার শেরেবাংলানগরের বাসিন্দা। ধানমন্ডি মডেল থানাধীন ৬/এ ঈদগাহ জামে মসজিদের সামনে দুপুর সোয়া ১টার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেল হিরো গ্ল্যামার ১২৫ সিসি পার্কিং করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করেন বাবুল। নামাজ শেষে বেলা ২টার দিকে বের হয়ে দেখেন, তার মোটরসাইকেলটি কে বা কারা নিয়ে গেছে। এ ঘটনায় তিনি ধানমন্ডি থানায় মামলা করেন। বাবুল  বলেন, ‘আমার কষ্টের টাকায় কেনা মোটরসাইকেলটি চোর চালিয়ে নিয়ে গেছে। ‘মসজিদ থেকে জুতা-স্যান্ডেল চুরি হয় এটা জানতাম, মোটরসাইকেল নিয়ে যাবে এটা কখনও ভাবি নাই।’ মোটরসাইকেল চুরির ঘটনাট আশপাশের সিসি ক্যমেরায় ধরা পড়েছে। হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যায়। তবে তার সঙ্গে আরও কেউ সম্পৃক্ত কি না তা খুঁজে বের করার জন্য থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘মসজিদের মুসল্লিদের মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত চোর চক্রটি নতুন মনে হচ্ছে। এর আগে এমন অভিযোগ আসেনি। একই দিনে দুই মসজিদের সামনে থেকে দুই মুসল্লির মোটরসাইকেল চুরির ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর বাইকে রাখা হেলমেট পরে মোটরসাইকেল চালিয়ে গেছে। হেলমেট থাকায় তার চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের ধরার চেষ্টা চলছে।’

 


আরোও অন্যান্য খবর
Paris