শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মাতালের ছুরিকাঘাতে অপর মাতাল হাসপাতালে!

Paris
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে দুই মাতাল বন্ধুর কথা-কাটাকাটিতে এক মাতালের ছুরিকাঘাতে অপর মাতাল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আনোয়ার হোসেন কুঠিপাড়া মহল্লার ইসমাইল প্রামানিকের পুত্র এবং ছুরিকাঘাতকারি রমজান আলী একই মহল্লার মহির উদ্দিনের পুত্র। জানা গেছে, ২৯ জুন বৃহস্প্রতিবার ইদের দিন সন্ধ্যায় তানোর পৌর সদরের কুঠিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। এদিকে দুই মাতাল বন্ধুর এমন কান্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ২৯ জুন বৃহস্প্রতিবার ইদের দিন আনোয়ার হোসেন ও রমজান আলী দুই চোলাইমদ সেবন করে দিনভর মহল্লায় মাতলামি করছিল। এদিন বিকেলে তারা দুই বন্ধু শীবনদী পাড়ের কফি হাউজে গিয়ে ফের কথা-কাটাকাটি শুরু করে। সেখান থেকে দুজই একে অপরকে অশ্লীল ভাষায় গালাগালি করতে করতে কুঠিপাড়া মহল্লার ফিরে আসে।মহল্লায় ফিরে আবারো তারা কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রমজান আলী ধারালো চাকু দিয়ে আনোয়ার হোসেনের গলায় আঘাত করে। এতে সে গুরুত্বরভাবে আহত হয়। স্থানীযরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনার পর পর রমজান আলী আত্মগোপন করেছে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা সম্পর্কে অজানা, আহতের পরিবারের লোকজন অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক বলেন, আনোয়ারের গলার বাম সাইডের চামড়া কেটে গেছে, অনেকগুলো সেলাই লেগেছে। তবে এখানেই চিকিৎসা সম্ভব হবে।


আরোও অন্যান্য খবর
Paris