বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ হাজার কোটি টাকা ধার নিলো পাঁচ ইসলামি ব্যাংক

Paris
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

তারল্য সংকটে পড়ায় দেশের শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে ইসলামি ধারার এসব ব্যাংক। এরইমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেওয়ার প্রথম দিনই গত মঙ্গলবার পাঁচটি ইসলামি ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা ধার নিয়েছে। সুকুকের বিপরীতে দেওয়া এ টাকা গতকাল বুধবার ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছিল, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেওয়া হবে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে একটি ফর্মে আবেদন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামি ব্যাংককে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হবে। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রয়োজন মতো টাকা নিতে পারবে ইসলামি ধারার অন্য ব্যাংকগুলোও। কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেওয়া পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে- ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেড। তবে প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে। সাম্প্রতিকে অস্থিরতায় বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত সোমবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা।

 


আরোও অন্যান্য খবর
Paris