মঙ্গলবার

১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র

Paris
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এ্যাসফাল্ট কার্পেটিং রাস্তার কাজ চলমান রয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) দুপুরে সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন সিটি মেয়র।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এ প্যাকেজের আওতায় উপশহর, তেরখাদিয়া এলাকায় প্রায় ৪ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজ করা হচ্ছে। বর্তমানে বর্ণালী ফিশারী অফিস মোড় হতে কয়েরদাড়া খ্রিস্টানপাড়া মোড় পর্যন্ত ৭শ মিটার কাজ চলছে। পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন আনার, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী আলমতি শরাফুদ্দীন, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris