সোমবার

৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত

Paris
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

►স্টাফ রিপোর্টার
বুধবার (২৪ এপ্রিল) রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে লাইফস্টাইল এবং হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ÒRealistic Evaluation of the Health Education Intervention delivery approach and identification of the challenges for targeted audience” এর বাস্তবায়িতব্য কাজের অংশ হিসেবে অনুষ্ঠিত Questionnaire validation workshop (প্রশ্নপত্র যাচাইকরণ কর্মশালা) এ আগত অংশগ্রহণকারীগণের মতামতের ভিত্তিতে উক্ত workshop এ উপস্থাপিত Questionnaire এর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন ড: আবু সাইদ মোহাম্মদ ফারুক, ডপুটি সিভিল সার্জন ড: মশাম্মদ মাহাবুবা খাতুন, MOCO, সিভিল সার্জন অফিসার ড: আব্দুর রাকিব, MOCS, CSO ড: এস এ বাসেদুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সামমসুজ্জামান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার নূর ই নাহরিন, শিক্ষক মো: আতাউল্লাহ আসফাক, সিনিয়র শিক্ষক মোঃ নেকবর আলী, হাফেজ মাওলানা মোঃ জিয়াউর, দৈনিক আমাদের রাজশাহীর স্টাফ রিপের্টার সোহাগ হোসেন, প্রজেকশনস্ট সিভিল সার্জন অফিস মোঃ আব্দুল মোকিমসহ অতিথিবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris