সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু ৭ বছর পর আদালতে হত্যা মামলার আবেদন

Paris
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
পুলিশ হেফাজতে আসামির মৃত্যুর সাত বছর পর রাজশাহীর আদালতে হত্যা মামলার আবেদন করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) মর্জিনা রহমান (৫০) নামের এক নারী তার স্বামীর মৃত্যুর বিচার চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে এই মামলার আবেদন জমা দিয়েছেন। মর্জিনা নগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকার বাসিন্দা।
মামলার আর্জিতে মর্জিনা তার স্বামীকে নির্যাতনে করে হত্যার অভিযোগ এনেছেন। আর্জিতে চার পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ আছে। এছাড়া নাম না জানা আরও চার-পাঁচজন পুলিশ সদস্যকে আসামি করার আবেদন করা হয়েছে। আসামিরা হলেন- রাজশাহী নগর পুলিশের (আরএমপি) তৎকালীন কমিশনার মো. শামসুদ্দিন, বোয়ালিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার, নগর গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন পরিদর্শক আশিকুর রহমান এবং বোয়ালিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম।
মামলার আর্জিতে বলা হয়, ২০১৫ সালের ১ জানুয়ারি আইনুর রহমান মুক্তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মামলা করে পুলিশ। ওই মামলায় ২৭ জানুয়ারি আইনুর রহমান মুক্তাকে উপশহর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে শারীরীক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। সেদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ গুরুতর আহত আইনুর রহমান মুক্তারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ স্বজনদের লাশ হস্তান্তর করলেও দাফন না হওয়া পর্যন্ত তারা পাহারায় ছিল।
বাদীর আইনজীবী মাইনুল আহসান পান্না বলেন, আইনুর রহমান মুক্তা রাজশাহী মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাই হেফাজতে মৃত্যুর আইনে মর্জিনা মামলার আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করেছেন। কিন্তু কোনো আদেশ দেননি। পরে আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।
মামলা করার সময়ে কোর্টে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য মিজানুর রহমান মিজান, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও রাজশাহী বারের আইনজীবীগণ। উপস্থিত নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


আরোও অন্যান্য খবর
Paris