শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

বাগমারায় অপহরণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে রাজশাহীর বাগমারা থানার পুলিশ এক এসএসসি পরীক্ষার্থী ও তার বাবাকে গ্রেফতার করেছে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো এসএসসি পরীক্ষার্থী রবিউল ইসলাম (১৫) ও তার বাবা জোনাব আলী (৫০)। রবিউল ইসলাম উপজেলার চক মহব্বতপুর উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাগমারা থানার পুলিশ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম সম্প্রতি একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে। প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে ছাত্রীকে রাখা হয়। এই ঘটনার পর ছাত্রীর পক্ষে বাগমারা থানায় অপহরণ মামলা করা হয়। মামলার প্রেক্ষিতে গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে রবিউল ইসলাম ও তার বাবা জোনাব আলীকে পুলিশ গ্রেপ্তার করে।

তাঁদের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। দুপুরে গ্রেফতার হওয়া বাবা ও ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে এবং স্কুলছাত্রীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, আসামিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উদ্ধার হওয়া অপহৃত স্কুলছাত্রীর বিষয়ে আদালত সিদ্ধান্ত নিবেন। গ্রেফতার হওয়া রবিউল ইসলামের পরিবারের সদস্যরা জানান, সে চক মহব্বতপুর উচ্চবিদ্যালয়ের মানবিক শাখার ছাত্র। ওই বিদ্যালয় থেকে এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তবে বৃহস্পতিবার গণিত পরীক্ষায় অংশ নিতে পারেনি সে।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া আসামি রবিউল ইসলামের এসএসসি পরীক্ষার্থীর বিষয় নিশ্চিত করে বলেছেন, এজাহারে তার বয়স ১৬ বছর দেওয়া আছে। এছাড়াও সে অপরাধী। এই কারণে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris