মঙ্গলবার

৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী বিএমডিএ’র ইবিএ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ রাসিক কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাৎ সিন্ডিকেট করে কৃষিপণ্যের মূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা : বিভাগীয় কমিশনার বাগমারায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন শাকিবের তৃতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন অপু বিশ্বাস সোহেল চৌধুরী হত্যা মামলার রায় ৯ মে মুখ্যমন্ত্রী মমতার ‘গাদ্দার’ প্রসঙ্গে পাল্টা জবাব দিলেন মিঠুন গণধ্বনি প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অর্ণা জামানের উদ্যোগে নগরীর তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তানোরে কাজ ফেলে ঠিকাদার উধাও!

Paris
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ সম্পন্ন না করেই ঠিকাদার উধাও বলে অভিযোগ উঠেছে। ফলে ঠিকাদারের এমন দায়িত্বহীনতায় তানোর ও মোহনপুর দুই উপজেলার হাজার হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এতে ঠিকাদারের প্রতি মানুষের প্রতিনিয়ত বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ।

জানা গেছে, বিগত ২০০৬ সালে রাজশাহীর তানোর ও মোহনপুর দুই উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে শীব নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২০১০ সালে নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্ত্ত দফায় দফায় অর্থ বরাদ্দ করা হলেও সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় সেতু মানুষের তেমন কোনো কাজে আসছে না।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ২০২০-২১ অর্থবছরে সেতুর প্রায় ১৫০ মিটার সংযোগ সড়কে ড্যাম্পিং-মাটি ভরাট, আরসিসি ব্লক ও প্রটেকশন ওয়াল নির্মাণের দরপত্র আহবান করা হয়। এতে প্রকল্পিত ব্যয় ধরা হয় ৩ কোটি ৮১ লাখ ১২ হাজার ৫০৬ টাকা এবং চুক্তি মুল্য প্রায় ৩ কোটি ৬১ লাখ ১০ হাজার ৫০৬ টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হোসাইন এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। বিগত ২০২১ সালের ৭মে কাজ শুরু করে, ২০২২ সালের ৩০ জুনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা বলা হয়। তবে তারা এখানো অর্ধেক কাজও করতে পারেন নি।

সংযোগ সড়কে প্রায় কোমর পর্যন্ত মাটি কাটার পর দুই মাস ধরে কাজ বন্ধ রয়েছে। এতে একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ছে। কিন্ত্ত কাজ সম্পন্ন করতে না পারলেও ইতমধ্যে ঠিকাদার এক কোটি ৪১ লাখ ৯ হাজার ১১৮ টাকা উত্তোলন করে লাপাত্তা। এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ঠিকাদারকে বার বার তাগিদ দেয়া হলেও তারা এখানো কাজ শুরু করছে না।

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আব্দুর রশিদ বলেন, সংযোগ সড়কে হেরিংবন্ড করার কথা ছিল না, কিন্তু হেরিংবন্ড করতে বলছে। তিনি বলেন, কাজের সময় বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে, সময় বাড়ালে কাজ শুরু হবে, আর পুরো বিল উত্তোলন করা হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris