শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

পবায় কমিউনিটি লিডারদের সাথে অবহিতকরণ

Paris
Update : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

পবা প্রতিনিধি : কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের কমিউনিটি লিডারদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পবা উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ও ইউনিসেফ এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খান, কাটাখালী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার সাদাত নান্নু, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র মো. আজিজুল হক। সভায় মাহাফুজুল হক তিতাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আলামিন মিয়া।

অবহিতকরণ সভায় কোভিড-১৯ প্রতিরোধে পরিকল্পিত বিভিন্ন কার্যক্রমসহ উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। প্রধান অতিথি বলেন, টিকা কার্যক্রমকে ত্বরান্বিত করা আমাদের সকলের দায়িত্ব। এই কাজে সরকার সাথে আছে। সকল কর্মকর্তা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ সকলকে এই কার্যক্রমকে সফল করতে আহবান জানান তিনি। সভায় উপজেলা ভাইস-চেয়ারম্যান বলেন, করোনার সম্ভাব্য আক্রমণ ঠেকাতে সকলের সচেতন ও সতর্ক থাকতে হবে। নওহাটা পৌরসভার প্যানেল মেয়র আজিজুল হক বলেন, করোনা টিকা গ্রহণে বুস্টার ডোজ নেয়ার হার কম। ১ম ও ২য় ডোজের মত স্থানীয়ভাবে প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন।

কাটাখালী পৌর মেয়র আনোয়ার সাদাত বলেন, মানুষকে সচেতন করার পাশাপাশি ইউনিয়ন ও পৌর এলাকায় টিকা প্রদানের উদ্যোগ নিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক হাসিনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মঞ্জিল, আবুল কালাম আজাদ, মফিদুল ইসলাম বাচ্চু, রফিকুল ইসলাম, শাহাদাৎ হোসাইন সাগর, শাহাদাত হোসেন সাব্বির, সাঈদ আলী মোর্শেদসহ শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী ও স্বেচ্ছাসেবকরা।


আরোও অন্যান্য খবর
Paris