শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

Paris
Update : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : আজ মঙ্গলবার (১ মার্চ) রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজশাহীর এ কৃতি সন্তান। সাইদ উদ্দিন আহমেদের জন্ম ১৯৩১ সালের ২২ অক্টোবর। তিঁনি ১৯৫০ সালে রাজশাহী মুসলিম হাইস্কুল থেকে এসএসসি পাস করে ভর্তি হন রাজশাহী কলেজে। সেখানে দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নকালে ভাষা আন্দোলন শুরু হলে ঝাঁপিয়ে পড়েন রাজপথে।

সাইদ উদ্দিন আহমদ সাংবাদিক ও লেখক ছিলেন। তিঁনি সাপ্তাহিক ও দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, ডেইলি পিপল, ডেইলি মর্নিং পোস্ট ও ডেইলি অবজারভারসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে রাজশাহীতে কাজ করেছেন। তিঁনি রাজশাহী প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা। ২০১৪ সালের ১ মার্চ ৮৪ বছর বয়সে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালের আগে হৃদরোগ, শ্বাসকষ্ট, কিডনিসহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন সাইদ উদ্দিন আহমদ।

প্রয়াত এ ভাষাসৈনিকের ৮ম মৃত্যুবার্ষিকী স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। ভাষা সংগ্রামী সাইদ উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিতব্য কর্মসূচি মধ্যে রয়েছে ১ মার্চ সকালে ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের কবর জিয়ারত, দুপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ, বাদ আসর সাহেব বাজার জিরো পয়েন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দ্বিতীয় দিন ২ মার্চ এতিম শিশুদের উন্নতমানের বস্ত্র প্রদান।

রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য প্রথম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা ও রাজশাহী মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ: সভাপতি শাহিন আক্তার রেণী।

প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন প্রয়াত ভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমেদের সন্তান অ্যাডভোকেট রবি উদ্দিন আহমদ শাহিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষতের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris