রবিবার

২রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

এমপিদের ঘুষাষুষি!

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

এফএনএস : জর্ডানে সংসদ অধিবেশনে তর্ক-বিতর্কের একপর্যায়ে এমপিদের মধ্যে ঘুষাঘুষির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী জানান, গত মঙ্গলবার সংসদের স্পিকার এক আইনপ্রণেতাকে সংসদ ত্যাগ করতে বললে বাদানুবাদের একপর্যায়ে এমপিরা ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায়, বেশ কয়েকজন এমপি ঘুষাঘুষি করছেন। এ সময় এক আইনপ্রণেতা মেঝেতে পড়ে যান এবং অন্যরা তখন চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এই দৃশ্য চলে কয়েক মিনিট। খবর এনডিটিভির।

তবে এই ঘুষাঘুষিতে কেউ আহত হয়নি। দেশটির সংবিধান সংশোধন প্রস্তাবনার ওপর বিতর্কের সময় করা অযৌক্তিক মন্তব্যের জন্য এক আইনপ্রণেতা ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এই মারামারি শুরু হয়। খলিল আতিয়েহ নামের এক প্রত্যক্ষদর্শী এমপি বলেন, বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন এমপি ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। এই ধরনের আচরণ আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এবং তা দেশের সুনামের জন্য ক্ষতিকর।


আরোও অন্যান্য খবর
Paris