শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

ঋণ আদায় মহাক্যাম্পে রাকাব’র ২৫০ কোটি টাকা বকেয়া আদায়

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : গত ২২ ও ২৩ নভেম্বর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর সকল শাখায় একযোগে ঋণ আদায় মহাক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়। এই মহাক্যাম্পে ১২৯৭৪ জন ঋণ গ্রহিতার নিকট থেকে প্রায় ২৫০ কোটি টাকা বকেয়া ঋণ আদায় করা হয় যেখানে শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ২৫ কোটি ২৬ লক্ষ টাকা, সম্ভাব্য শ্রেণীকৃত ঋণ ১৭৬ কোটি ৬৫ লক্ষ টাকা, পুনঃতফশীলকৃত ঋণ ১৬ কোটি ৪২ লক্ষ টাকা, এক্সিট সুবিধার আওতায় প্রদানকৃত ঋণ ৩০ লক্ষ টাকা এবং অন্যান্য ঋণ হতে আদায় ৩০ কোটি ৬১ লক্ষ টাকা। এর মধ্যে রাজশাহী বিভাগ ১৪৮কোটি ২৭ লক্ষ, রংপুর বিভাগ ৯৯ কোটি ৫১ লক্ষ এবং স্থানীয় মুখ্য কার্যালয় ১ কোটি ৪৬ লক্ষ টাকা ঋণ আদায় করে।

মহাক্যাম্পে ঋণ আদায়ের পাশাপাশি বিভিন্ন হিসাবের মাধ্যমে ৩৬ কোটি ৫৫ লক্ষ টাকা আমানত সংগ্রহ এবং উল্লেখযোগ্য পরিমাণ ঋণ বিতরণ করা হয়। এ ঋণ আদায় মহাক্যাম্পে ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণসহ বিভিন্ন জোনের জোনাল ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। ব্যাংক ব্যবস্থাপনা আশাপ্রকাশ করেন মহাক্যাম্পে ঋণ আদায়ের ধারাবাহিকতা বজায় রেখে আগামী ডিসেম্বর ২০২১ সময়ের মধ্যে সকল প্যারামিটারে কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে এবং এজন্য সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আরও বেশী সক্রিয় ভুমিকা পালন করতে হবে।


আরোও অন্যান্য খবর
Paris