রবিবার

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়

আগস্টে রপ্তানি আয় ২৮ হাজার ৭৩০ কোটি টাকা

Paris
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : করোনা পরিস্থিতির উন্নতিতে গত মাসে (আগস্ট) রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। আগস্ট মাসে বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে ৩৩৮ কোটি ডলার বা ২৮ হাজার ৭৩০ কোটি টাকার পণ্য। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। ২০২০ সালের আগস্টে ২৯৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগস্টে ২৭৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের আগস্টে রপ্তানি হয়েছিল ২৪৬ কোটি ডলারের পোশাক। পোশাকের রপ্তানি বেড়েছে সাড়ে ১১ শতাংশের মতো।

ইপিবির তথ্য বলছে, অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৫৬৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ২৭ শতাংশ কম। ইপিবির তথ্য বলছে, আগস্টে হস্তশিল্পে ২ শতাংশ আর খাদ্যপণ্যে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ। প্রথম দুই মাসে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, হস্তশিল্প, টেরিটাওয়েল ও হোম টেক্সটাইলের রপ্তানি আয় বেড়েছে। অন্যদিকে রপ্তানি কমেছে পাট, কার্পেট, নীট ও ওভেন গার্মেন্টস পণ্যের।

আগস্টে রপ্তানি আয়ে উন্নতি করলেও সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রপ্তানি আয় কিছুটা কমেছে। এই দুই মাসে ৬৮৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে দশমিক ৩১ শতাংশ কম। গত বছরের এই সময়ে রপ্তানি হয়েছিল ৬৮৮ কোটি ডলারের পণ্য। ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৪ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে সরকার। বিদায়ী ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছে ৩ হাজার ৮৭৬ কোটি ডলারের পণ্য।


আরোও অন্যান্য খবর
Paris