শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকীর মুখে ৩ বাঁধ

মেয়াদোত্তীর্ণ ‘সেভেন-আপ’ দোকান থেকে উত্তোলন না করায় ক্ষোভ খুচরা ব্যবসায়িদের

Paris
Update : সোমবার, ২৯ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে আবারো মেয়াদোত্তীর্ণ কোমলপানিয় ‘সেভেন-আপ’ নিয়ে ক্ষোপ প্রকাশ করেছেন নগরীর একাধিক দোকানী। বেশকয়েক বছর পূর্বে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় সেভেন-আপ আপ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হবার পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের কর্তারা নগরীর উপকন্ঠ খড়খড়ি এলাকায় অভিযান চালিয়ে সফলতাও পেয়েছিলেন। সেখানে তাঁরা নকল সেভেন-আপ তৈরির উপকরণ ছাড়াও মেয়াদোত্তীর্ণ কোমলপানিয় উদ্ধার করেছিলেন।

গেলবারের ধারাবাহিকতায় এবারো প্রতিষ্ঠানটির রাজশাহীস্থ ডিলারের কর্তাব্যক্তি ও বিক্রয়নির্বাহীরা দোকানে পড়ে থাকা মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় সেভেন-আপ উত্তোলন না করাতে ক্ষোপ প্রকাশ করেছেন নগরীর বেশ কয়েকজন ব্যবসায়ি। মাসের পর মাস মেয়াদোত্তীর্ণ কোমলপানিয়গুলো দোকানে পরে থাকার কারণে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণের কর্তাদের জন্য অনেকটাই ভীতির মধ্যে আছেন খুচরা ব্যবসায়িরা বলে জানান ভুক্তভোগীরা।

নগরীর গ্রেটাররোড কদমতলাস্থ ডলফিন ক্লিনিকের পাশের্^ লিটন ভ্যারাইটি স্টোরের মালিক ফজলু জানান, সেভেন-আপ কোমলপানীয় নিয়ে আমরা প্রায় সারা বছরই নানা সমস্যা ও জঞ্জালের মধ্যে থাকি। যেখানে অন্যান্য কোমলপানীয়র ডিলারগণ সুনির্দিষ্ট সময়ের মধ্যেই মেয়াদোত্তীর্ণ বোতলগুলো নিজেদের দায়িত্বে দোকান থেকে তুলে নিয়ে যান সেখানে, সেভেনআপ কোম্পানীর জনবলকে একাধিকবার বলার পরেও উক্ত মেয়াদোত্তীর্ণ কোমলপানীয়গুলো পাল্টিয়ে দেয়া তো দূরের কথা সেগুলো ফেরতও নিতেও করেন নানা টালবাহানা।

ফজলুর মতো নগরীর আরো বেশ কয়েকজন খুচরা ব্যবসায়ি এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়াদোত্তীর্ণ সেভেন-আপ নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে থাকি। কারণ, মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য দোকানে মজুদ রাখা ভোক্তা অধিকার আইনে দন্ডনীয় অপরাধ। তাছাড়া নগরীর অনেক দোকানেই যেহেতু পর্যায়ক্রমে একাধিক ব্যক্তি বসেন সেহেতু মূল দোকানীর কোন ছোট ছেলে যদি ভুলক্রমে উক্ত মেয়াদোত্তীর্ণ কোমলপানীয়গুলো ক্রেতার কাছে বিক্রি করে দিলে সেই অপরাধ নিয়মানুযায়ী বিক্রেতার উপরই বর্তাবে।

তাছাড়া মেয়াদোত্তীর্ণ পানিয়গুলো মাসের পর মাস দোকানে সংরক্ষণ রাখলে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্থ হতে হয় খুচরা ব্যবসায়িদের বলে জানান একাধিক ব্যবসায়ি। অভিযোগ সূত্রে জানাগেছে, ৫০০ এমএল ওজনের বোতলজাত কোমলপানীয় সেভেন-আপগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে জানুয়ারি মাসের ৩১ তারিখে। যার উৎপাদন মেয়াদ ছিল ০১/১০/২০২০ ইং তারিখে। মেয়াদোত্তীর্ণের মেয়াদ প্রায় দুই মাস অতিবাহিত হয়েগেলেও সেগুলো রিটার্ণ নেবার কোন ব্যবস্থায় করেনি ডিলার কর্তপক্ষ বলে অভিযোগ ব্যবসায়িদের। এবিষয়ে নগরীর সেভেন-আপ কোমলপানিয়র ডিলারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris