শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Paris
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনাকালে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। কারণ সারা বিশে^র ৭০ ভাগ স্¦াস্থ্য কর্মী নারী। সেক্ষেত্রে করোনার বিরুদ্ধে লড়ায়ের অগ্র সৈনিক নারীরা। করোনার কারনে সবচেয়ে বেশি পরিশ্রমকরতে হয় নারীকে। তাদের সংগ্রাম যেমন ঘরে রয়েছে তেমন রয়েছে বাইরে। মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষনায় বলা হয়েছে করোনা কালে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের ঘটনা এ সময় কম নথিভূক্ত হয়েছে। করোনাকালে এনজিওদের সহায়তা ৬৪ শতাংশ কমে গেছে। এ কারনে মাঠে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারণাসহ আইনীসহায়তার কাজ হয় কমিয়ে দেয়া হয়েছে না হয় বন্ধ হয়ে গেছে।

গতকাল সোমবার আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট মহিলা পরিষদ, বিএনডাব্লুএলএ, পার্টনার এবং পরিবর্তনের উদ্যোগে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নারী সংগঠক এ্যাড. দিল সেতারা চুনির সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, সম্পাদক অঞ্জনা সরকার, সোনর দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, ভিকটিম সাপোর্ট সেন্টারের ইন্সপেক্টর মোহতারেমা আশরাফি খানম এবং উইমেন ইন্টারপ্রেনিয়র এসোসিয়েশনের জেলা সভাপতি আঞ্জুমান আরা লিপি । অনুষ্ঠানের শুরুতে ছিল তায়কান্দো দোজাং একাডেমির শিক্ষার্থিরা আত্মরক্ষামূলক মার্শিলআর্ট শো পরিবেশন করে।

বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় মহিলা বিষয় অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্র্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কোহিনুর বানু, মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষক রবিউল ইসলাম। অপরদিকে বাগমারা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীর সভাপতিত্বে ও (ইএএলজি) প্রকল্পের ড্রিষ্টিকবার্ট ফ্যাসিলিটেটর আবু হেনা মোস্তফা কামাল এর পরিচালনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কাজী আছিয়া জয়নুল বেনু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী, কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমূখ।

নওগাঁ
নওগাঁ প্রতিনিধি : ‘করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কস্তুরি আমিনা কুইন, তথ্য আপা তানিয়া খন্দকার, সাংবাদিক কায়েস উদ্দিন এবং প্রশিক্ষণার্থী তানিয়া আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।

মান্দা
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা বিআরডিবি সেলিনা বেগম, তথ্যসেবা কর্মকর্তা সিরাজুম মনিরা, তথ্যসেবা সহকারি কর্মকর্তা শারমিন আক্তার প্রমুখ।

মহাদেবপুর
স্টাফ রিপোর্টার, নওগাঁ : সোমবার বেলা সাড়ে ১১ টায় মহাদেবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচী (আইডিপি)’র সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।

নিয়ামতপুর
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগিতায় নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।


আরোও অন্যান্য খবর
Paris