শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

রাজশাহী বিভাগে করোনায় নতুন শনাক্ত ৬৬ জন

Paris
Update : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপার্টার : রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে ৭ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৬৬ জন। আর সুস্থ হয়েছে মোট ৩৩ জন। গত বৃহস্পতিবার একই সময়ে আক্রান্ত হয়ে দুই জন রোগী মারা যান। কিন্তুগতকাল শুক্রবার কোন রোগী মারা যায়নি। শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৭৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন এবং সুস্থ্য হয়েছেন ২১ হাজার ২৪৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৫৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৩ নাটোর ৫ জন, জয়পুরহাট ৩ জন, বগুড়া ২১ জন, সিরাজগঞ্জ ১২ জন, পাবনায় ১২ জন, এদিকে চাঁপাইনবাগঞ্জ ও নাটোরে কোনো করোনা রোগি শনাক্ত হয়নি। তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৯ হাজার ১৯৫ জন। এছাড়াও রাজশাহীতে ৫ হাজার ৬৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮০৮ জন, নওগাঁয় ১ হাজার ৪৭০ জন, নাটোরে ১ হাজার ১৬০ জন, জয়পুরহাটে ১ হাজার ২৩১ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৪৫৭ জন ও পাবনায় ১ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ৩৫১ জন। এরমধ্যে রাজশাহীতে ৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৮ জন, বগুড়ায় ২১৪ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১ হাজার ২৪৭ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৫ হাজার ২৮১, চাঁপাইনবাবগঞ্জে ৭৯২ জন, নওগাঁয় ১ হাজার ৩৫৯ জন, নাটোরে ৯৮১ জন, জয়পুরহাটে ১ হাজার ১৭৭ জন, বগুড়ায় ৮ হাজার ২৮৭ জন, সিরাজগঞ্জ ২ হাজার ১৪৩ জন ও পাবনায় ১ হাজার ২২৭ জন।


আরোও অন্যান্য খবর
Paris