বুধবার

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

জঙ্গী-সন্ত্রাসী প্রতিরোধে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

Paris
Update : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : ইসলামের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ধ্বংস করার উদ্দেশে কোনো কোনো অশুভ শক্তি একেক সময় একেক নামে সন্ত্রাস ও জঙ্গীবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। সন্ত্রাসীর কোন সীমানা নেই, নেই ধর্ম। এমন পরিস্থিতিতে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি বিশেষ এক প্রজ্ঞাপন জারি করেছে। জারিকৃত প্রজ্ঞাপনে সামাজিক সচেতনতা বাড়ানো এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়েছে। ওই লক্ষ্যে বেশ কিছু মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ওপর নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা ছাড়াও বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে পবিত্র জুমার নামাজের খুতবার আগে জঙ্গীবাদ নিয়ে বয়ান না দেয়া ইমামদের একটি তালিকা তৈরির কাজ চলছে। আর নামাজ শেষে মসজিদে বয়ানকারীদের এবং শ্রোতাদের বয়স ও লেবাস সম্পর্কেও সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। তাছাড়া সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দমনে পারদর্শিতা দেখাতে পারলে তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জঙ্গী মনিটরিং সেল পুরো বিষয়টি মনিটরিং করছে।

সূত্র জানায়, ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরসহ আলেম-ওলামার মাধ্যমে পবিত্র কোরান ও হাদিসের আলোকে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বক্তব্য প্রস্তুত করা হবে। আর ওই বক্তব্য দেশের সকল স্থানীয় পর্যায়ের মসজিদের খতিব-ইমামের মাধ্যমে নিয়মিত প্রচার নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে। সব মসজিদের খতিব-ইমামরা জুমার নামাজের খুতবার পূর্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বক্তব্য প্রচার নিশ্চিত করবে। পাশাপাশি পবিত্র কোরান ও হাদিসের সঠিক ব্যাখ্যা সংবলিত বক্তব্য অনলাইন তথা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।

একই সাথে জঙ্গী ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানসহ সব শ্রেণীর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ও জোরদার করা হবে। সেজন্য জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ আয়োজনের উদ্যোগ নিতে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা জরুরি পদক্ষেপ নেবেন।

সূত্র আরো জানায়, সারাদেশে মসজিদের সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। তার মধ্যে সরাসরি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে রয়েছে ৮২ হাজার মসজিদ। ইসলামিক ফাউন্ডেশন ওই মসজিদগুলোর ইমামদের বেতন দিয়ে থাকে। পাশাপাশি প্রতিবছর ইমামদের প্রশিক্ষণও দেয়া হয়। সব মিলিয়ে প্রায় এক লাখ ইমাম ইসলামিক ফাউন্ডেশনের অধীনে রয়েছে। বাকি আড়াই লাখ মসজিদের ইমামদের ইসলামিক ফাউন্ডেশন সরাসরি দেখভাল করে না। তবে সরকারি যে কোনো আদেশ বা নির্দেশনা তাদের কাছেও পাঠানো হয়।

অনেক মসজিদের ইমাম সরকারি নির্দেশনা মেনে জুমার নামাজের আগে জঙ্গীবাদ বিরোধী বয়ান দেন। আবার অনেকেই দেন না। যারা দেন না, তাদের বিষয়ে নজর রাখতে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে। পাশাপাশি বিভাগ, জেলা প্রশাসন, থানা পর্যায়ের থাকা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও বিষয়টি জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিভাগ থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত নজরদারির জন্য লোকজন রয়েছে। তাদের মাধ্যমে সারাদেশের মসজিদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খবর রাখা হচ্ছে। তাছাড়া মসজিদভিত্তিক পাঠাগার ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সেখানে যারা দায়িত্ব পালন করছে তাদের মাধ্যমেও খবর রাখা হচ্ছে। মাঠ পর্যায়ে ছদ্মবেশে নজরদারিকারীরা মসজিদে মুসল্লি সেজে অবস্থান করে প্রকৃত চিত্র জানার চেষ্টা করছে এবং দেশের প্রতিটি থানাভিত্তিক মসজিদের তালিকা মোতাবেক রিপোর্ট দিতে বলা হয়েছে। তবে বিভিন্ন সরকারি অফিসে থাকা মসজিদের ইমামরা পবিত্র খুতবার নামাজের আগে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী বয়ান দিয়ে থাকেন। সেজন্য ওসব মসজিদ ছাড়া অন্যান্য মসজিদে নজরদারি বাড়ানোর নির্দেশনা জারি করা হয়েছে।

অনেক আগ থেকেই এমন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি প্রজ্ঞাপন জারির পর ওই কাজ আরো গতিশীল করা হয়েছে। এদিকে সরকারের একটি বিশেষ একটি গোয়েন্দা সংস্থার সূত্র মতে, দেশ থেকে জঙ্গীবাদ নির্মূল করতে ২০০৯ সালের প্রথমদিকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জঙ্গী মনিটরিং সেল গঠন করা হয়। দেশকে জঙ্গীবাদ মুক্ত করতেই সেলটি কাজ করে যাচ্ছে। সেজন্য দেশের সকল বিভাগকে মনিটরিং সেলের সদস্য করা হয়েছে। সেলটির সদস্য করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালক, অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রধান, বাংলাদেশ ব্যাংকের গবর্নরের প্রতিনিধি ও ধর্ম মন্ত্রণালয়সহ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সব সেক্টরকে। আর প্রতিটি সেক্টরের কাজ ভাগ করে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ বিরোধী কার্যক্রম পরিচালনা করবে।

বিশেষ করে প্রতিষ্ঠানের সকল অনুষ্ঠানে ও এ্যাসেম্বলি ক্লাসের আগে জঙ্গীবাদবিরোধী বক্তব্য দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাসবাদ-জঙ্গীবাদ নিয়ে কথা না বললে তাদের সরকারি সুযোগ-সুবিধা না দেয়ার বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে রয়েছে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে জঙ্গীবাদ বিরোধী প্রচার চালানো এবং প্রচার চালানো হয় কিনা তা মনিটরিং করা।

তাছাড়া পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাতে কোন জঙ্গী সংগঠনের বিস্তার ঘটতে না পারে সেজন্য প্রতিষ্ঠানের প্রধান এবং সকল গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে নিয়মিত তদারকি করা। অন্যদিকে এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের পরিচালক (সমন্বয়) মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার জানান, ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির আলোকে সারাদেশে নতুন করে জোরালো তৎপরতা শুরু করা হয়েছে।

ইতোমধ্যে লিখিত চিঠির পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়েছে। দেশের প্রতিটি বিভাগ থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে। ওই নেটওয়ার্ক কাজে লাগানো হচ্ছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, থানা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটি থানায়ও সরকারি নির্দেশনার চিঠি পৌঁছানো হয়েছে। ফলে সম্মিলিতভাবে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ দমনে নতুন করে জোরালোভাবে কাজ শুরু হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris