শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২১৫৮

Paris
Update : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় রাজশাহী শিক্ষাবোর্ডেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। তবে এবার রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় উপস্থিতি কমেছে। প্রথম দিন পরীক্ষায় অনুপস্থিত ছিলো দুই হাজার ১৫৮ জন শিক্ষার্থী। প্রথম দিন গতকাল রোববার বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, রাজশাহী শিক্ষাবোর্ডে ২০১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার এক লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে এক লাখ ২৪ হাজার ৯৫৫ জন। প্রথম দিন পরীক্ষায় অংশ নেয়নি দুই হাজার ১৫৮ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৭০ শতাংশ। প্রথমদিন সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল রাজশাহীর ৪০ কেন্দ্রে ৪৬০ জন। এছাড়া সিরাজগঞ্জের ৩০ কেন্দ্রে ৩৬৩, নওগাঁর ২৬ কেন্দ্রে ২৭৯, পাবনার ২৬ কেন্দ্রে ২৪৩, বগুড়ার ৩২ কেন্দ্রে ২৯১, নাটোরের ২০ কেন্দ্রে ২৩৮, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ২২০ এবং জয়পুরহাটের ১২ কেন্দ্রে ৬৪ জন পরীক্ষার্থী। রাজশাহী বোর্ডের অধীনে বিভাগের আট জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় সর্বমোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২৯ হাজার ২৫। এর মধ্যে ছাত্র ৬৮ হাজার ৩৬ এবং ছাত্রী ৬০ হাজার ৯৮৯ জন। এবার বিজ্ঞান শাখায় ৩৪ হাজার ৬ জন, মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী রয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris