বৃহস্পতিবার

৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন সোহেল পবায় ছাত্রলীগ নের্তৃবৃন্দের সাথে চেয়ারম্যান প্রার্থী ওয়াজেদের মতবিনিময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তানোরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন ময়না মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

বিদেশী ঋণের কিস্তি পরিশোধে দেশের ওপর চাপ বাড়ার আশঙ্কা

Paris
Update : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

বিদেশী ঋণের কিস্তি পরিশোধে দেশের ওপর চাপ বাড়ার শঙ্কা রয়েছে। কারণ অস্বাভাবিকভাবে বাড়ছে বিদেশী ঋণের পরিমাণ। বিগত ৫ বছরের ব্যবধানে বৈদেশিক ঋণ বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বিদেশি ঋণের পরিমাণ ছিল ৪৫ দশমিক ৮১ বিলিয়ন ডলার অর্থাৎ চার হাজার ৫৮১ কোটি ডলার। গত ২০২১-২২ অর্থবছরের মার্চ শেষে ওই ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ২৩ বিলিয়ন বা ৯ হাজার ৩২৩ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৭৬ হাজার কোটি টাকারও বেশি। ওই সংখ্যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২১ শতাংশ। ব্যাংকিং খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। –

সংশ্লিষ্ট সূত্র মতে, বিদেশী বড় ঋণের বেশিরভাগই সরকারের নেয়া। শতকরা হিসাবে যার পরিমাণ ৮৩ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতে ঋণ নেয়া হয়েছে ২৭ শতাংশ। আর ওই বিপুল পরিমাণ বিদেশী পরিশোধ করতে সরকারি-বেসরকারি খাতে চাপ বাড়ার শঙ্কা রয়েছে। যদিও বর্তমান সঙ্কট কাটাতে বিদেশী ঋণের প্রয়োজন রয়েছে। তবে তা সামাল দিতে না পারলে খারাপ পরিস্থিতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

সূত্র জানায়, বিগত ২০১৬-২০১৭ অর্থবছরে বিদেশী উৎস থেকে সরকারি-বেসরকারি খাতে ঋণের পরিমাণ ছিল ৪৫ দশমিক ৮১ বিলিয়ন ডলার বা ৪ হাজার ৫৮১ কোটি ডলার। তার মধ্যে ৩৬ দশমিক ৭৮ বিলিয়ন ডলার অর্থাৎ ৪ হাজার ৬৭৮ কোটি ডলার ছিল দীর্ঘমেয়াদি ঋণ। আর স্বল্পমেয়াদি ঋণ ৯ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলার, যা মোট জিডিপির ১৫ দশমিক ৬ শতাংশ। আর বিদেশী ঋণের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৩ শতাংশ। কিন্তু ২০২০-২০২১ অর্থবছরে বিদেশি ঋণের প্রবৃদ্ধি উচ্চহারে (১৯ শতাংশ) ছিল। ওই সময়ে মোট বিদেশি ঋণের পরিমাণ ছিল ৮১ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বা ৮ হাজার ১৫৭ কোটি ডলার।

২০২১-২০২২ অর্থবছরের মার্চ পর্যন্ত সময়ে (৯ মাসে) আরো ১১ দশমিক ৬৬ বিলিয়ন বা এক হাজার ১৬৬ কোটি ডলার বেড়েছে। দেশে এখন সরকারের পাশাপাশি বেসরকারি খাতেও বিদেশী ঋণ বাড়ছে। ২০১৭ সালের শেষে দেশের বেসরকারি খাতে বিদেশী ঋণের পরিমাণ ছিল ১২ দশমিক ২৮ বিলিয়ন বা এক হাজার ২২৮ কোটি ডলার। সূত্র আরো জানায়, দেশের বেসরকারি খাতে গত ৫ বছরে বিদেশী ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন বা ২ হাজার ৪৯৮ কোটি ডলার। করোনাকালীন সময়ে বেসরকারি খাতে বিদেশী ঋণের পরিমাণ সবচেয়ে বেড়েছে। এসময়ে প্রায় ১০ বিলিয়ন ডলার ঋণ নেয়া হয়েছে। যার ৭০ ভাগই স্বল্পমেয়াদি।


আরোও অন্যান্য খবর
Paris