বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লাল গামছা দেখে থামল ট্রেন, অল্পের জন্য রক্ষা রাজশাহী নগরীতে প্রস্তাবিত কবরস্থান ও ঈদগাহ নির্মাণে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা বাতিলের উদ্যোগ

Paris
Update : বুধবার, ১৮ মে, ২০২২

এফএনএস : সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কায় রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা বাতিল করে সাংবিধানিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সংবিধানের সংশোধনী প্রস্তাব সংসদে তোলা হচ্ছে। বর্তমান সংবিধানে প্রেসিডেন্টকে কার্যত নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছে। এটা দ্বীপরাষ্ট্রটিকে সংকটে ফেলেছে বলে অনেকে মনে করছেন। খবর পিটিআইর। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই দেশটিতে শাসনতান্ত্রিক এই পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বৈরী পরিস্থিতি অনুধাবন করে গোটাবায়াও এ প্রস্তাবে সায় দিয়েছেন বলে জানা গেছে।

দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে গত সোমবার পার্লামেন্টে ভাষণ দেন। এতে তিনি দ্বীপরাষ্ট্রটির বর্তমান অর্থনৈতিক সংকটের ওপর জোর দেন। তবে সবার নজর ছিল সংবিধানের ২১তম সংশোধনীর দিকে। দেশটির সাংসদরা এদিন সংবিধান সংশোধনী বিলের খসড়া নিয়ে বিতর্ক শুরু করেছেন। বিলে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা বাতিল করে সাংবিধানিক গণতন্ত্র প্রতিস্থাপন করার কথা বলা হয়েছে। এর অর্থ, বিলটি পাস হলে প্রেসিডেন্টের বেশ কিছু ক্ষমতা থাকবে না। প্রেসিডেন্টের ভূমিকা আনুষ্ঠানিকসর্বস্ব হয়ে পড়বে। বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়োগ বা বরখাস্ত করার ক্ষমতা প্রেসিডেন্টের থাকবে না। প্রধানমন্ত্রী হবেন মন্ত্রিসভার প্রধান। প্রধানমন্ত্রীর সুপারিশ বা পরামর্শে মন্ত্রীদের নিয়োগ করবেন প্রেসিডেন্ট।

তবে তিনটি সশস্ত্র বাহিনীর ওপর প্রেসিডেন্টের ক্ষমতা বহাল থাকবে। ২০১৫ সালে শ্রীলঙ্কার সংবিধানে ১৯তম সংশোধনী এনে প্রধানমন্ত্রীকে অপসারণের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়। তা ছাড়া সংসদে সরকারি নীতির বিবৃতি বা সরকার উপস্থাপিত বাজেট প্রত্যাখ্যান বা সংসদে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হলে সরকারের পতন হবে। পরে গোটাবায়া ২০১৯ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ১৯তম সংশোধনী বাতিল করা হয়। এরপর ২০২০ সালের আগস্টে সাধারণ নির্বাচনে তাঁর দল দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পরে সংবিধানের ২০তম সংশোধনী পাস করে প্রেসিডেন্টকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়। সমালোচকরা বলছেন, সর্বশেষ সংশোধনীর মাধ্যমে সংসদ এবং নির্বাহী ও বিচার বিভাগের ভারসাম্য ভেঙে পড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris