বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

মচমইল স্কুল কেন্দ্রে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদান

Paris
Update : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ১২-১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে (কোভিড-১৯) ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমের আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট গোলাম মোস্তফা, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খাঁন, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। এক দিনে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৪ হাজার শিক্ষার্থীকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়। মচমইল বহুমখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাকসিন গ্রহণ করেন, মচমইল বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বীপনগর উচ্চ বিদ্যালয়, পানিশাইল উচ্চ বিদ্যালয়, খর্দ্দকৌড় উচ্চ বিদ্যালয়,

মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়, শংকরপৈ আদর্শ উচ্চ বিদ্যালয়, কোন্দা উচ্চ বিদ্যালয়, দ্বীপনগর মহিলা কারিগরি এন্ড কলেজ, নারায়নপাড়া টেকনিক্যাল স্কুল, নারায়নপাড়া মহিলা টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ, পাইকপাড়া দাখিল মাদ্রাসা, মাধাইমুড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কোন্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। সেই সাথে মচমইল ডিগ্রী কলেজ, সৈয়দপুর-মচমইল মহিলা ডগ্রী কলেজ এবং দ্বীপনগর কলেজে করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম পরিচালিত হয়েছে। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষিত ১৮ সদস্যের মেডিকেল টিম এই ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়ন করেন।

১২-১৮ বছর বয়সী প্রায় ৫০ হাজার শিক্ষার্থীদের মাঝে এই করোনা প্রতিরোধে টিকা প্রয়োগ করা হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তর সূত্রে জানাগেছে। এর আগে গত ১১ জানুয়ারি উপজেলার ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের করোনা প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।


আরোও অন্যান্য খবর
Paris