মঙ্গলবার

৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ ভুল সিগন্যালে বাড়ছে রেল দুর্ঘটনা

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ’র শাহমখদুম থানা কাউন্সিল

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের অন্তর্ভূক্ত শাহ মখদুম থানার ত্রি-বার্ষিক কাউন্সিল গতকাল শুক্রবার বিকালে অমরপুর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, শাহ মখদুম থানার কাউন্সিলের প্রস্তুতি কমিটির আহ্বায়ক স্বপন ঘোষ। কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অ্যাড. শরৎ চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাহা, মহিলা বিষয়ক সম্পাদক দীপিকা রায় দিনা, ছাত্র ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের আহ্বায়ক রুদ্র ধর। উপস্থিত ছিলেন নগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, নগর মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক বরুনা শীল, ছন্দা দাস, আলো সাহা, সোমা ভৌমিক, ঐক্য পরিষদ নেতা অরবিন্দ দত্ত, হৃদয় ঘোষ,

সাধন দাস, গৌতম দাস প্রমুখ। কাউন্সিলে প্রধান অতিথি শ্যামল কুমার ঘোষ রাজশাহী মহানগরীর সকল থানার কাউন্সিল শেষে আগামী ১৯মার্চ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে রাজশাহীর ধর্মসভায় অনুষ্ঠিতব্য নগর ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিলে সকলকে অংশগ্রহনের জন্য উদাত্ত আহ্বান জানান। সেই সাথে বাংলাদেশের সংখ্যালঘুদের দাবী দাওয়া ও নির্যাতন-নীপিড়নের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।


আরোও অন্যান্য খবর
Paris