শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ৩

Paris
Update : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে এক ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ১১ মাস পর মূল অপহরণকারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম। গ্রেফতারকৃতরা হলেনÑ পাবনার সুজানগর থানার ভবানীপুর-মধ্যপাড়ার আব্দুল বারেক খন্দকারের ছেলে মূল অপহরণকারী মোতালেব খন্দকার, রাজশাহীর পুঠিয়া থানার কান্দা গ্রামের মৃত মোসলেম সরকারের ছেলে আলতাফ হোসেন, ও দূর্গাপুর থানার গোপীনাথপুর পশ্চিমপাড়া খাসকামরা গ্রামের মৃত আমান আলীর ছেলে মোজাফ্ফর হোসেন। এ সময় গ্রেফতারকতৃদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি কার ও ভূয়া নিয়োগ বাণিজ্যের কাগজপত্রসহ বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। প্রেসব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের ২২ মার্চ দুপুর ২টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সেত্তাজ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য ও গরু ব্যবসায়ী সাদিকুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় থেকে অপহরন করা হয়। পরে দু দফায় কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করা হয়। পরে এ ঘটনায় সাদিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যদার একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন আদালত। চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম মামলার তদন্ত করে অপহরণকারীদের গ্রেফতার করেন।


আরোও অন্যান্য খবর
Paris