সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী মহিলা কলেজ প্রাঙ্গণে বসন্ত বরণ উৎসব ও সরস্বতী পূজা উদ্যাপন

Paris
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-তে “বসন্ত বরণ উৎসব-১৪৩০ ও সরস্বতী পূজা উদ্যাপন” অনুষ্ঠান উদ্্যাপিত হয়। বসন্ত বরণ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি কলেজ প্রাঙ্গণ হতে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বসন্ত বরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণ সেজেছিলো বর্ণিল সাজে। ‘আহা আজি এ বসন্তে এতো ফুল ফুটে’ গানের সম্মিলিত কোরাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জনাব মোঃ মোজাফফার হোসাইনসহ কলেজের সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ। বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনের মাধ্যমে এই উৎসব উদ্্যাপিত হয়। একই দিনে “সরস্বতী পূজা উদ্যাপন-২০২৪” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিমা স্থাপন, পূজার্চনা করা হয় এবং পুষ্পাঞ্জলির পাশাপাশি প্রসাদ বিতরণ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris