বুধবার

১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী বিএমডিএ’র ইবিএ প্রকল্প পরিচালকের বিরুদ্ধে কোটি টাকা লোপাটের অভিযোগ রাসিক কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাৎ

ফের খোলামেলা ছবিতে মধুমিতা

Paris
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪

‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের কারণে টিভি পর্দার দর্শকদের কাছে আজও তিনি ‘পাখি’ নামেই পরিচিত। সেদিনের সেই ‘পাখি’ এখন অবশ্য বড়পর্দার নায়িকা। হ্যাঁ, মধুমিতা সরকারের কথাই হচ্ছে। এখন সিনেমা-ওয়েব সিরিজ যেমন করছেন, তেমনি বোল্ড ফটোশ্যুটেও দেখা যাচ্ছে মধুমিতাকে। বেশ কিছুদিন আগে সেলিব্রিটি ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্য়ামেরায় ধরা পড়েছিলেন মধুমিতা। তার সেই বোল্ড লুক নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। দমে যাননি মধুমিতা। আরও একবার সাহসী রূপে ধরা দিলেন তিনি। এ নিয়ে আবারও শুরু হয়েছে ট্রোলিং। কারণটা অবশ্য় মধুমিতার ক্য়াপশন। এবার মধুমিতাকে দেখা গেছে বাদামী রঙের ব্রালেটে। সঙ্গে লেদারের শর্ট স্কার্ট। বসে তোলা ছবিতে মধুমিতার চোখে দেখা যাচ্ছে সানগ্লাস। -এফএনএস

আবার দাঁড়িয়ে তোলা ছবিতে সেই সানগ্লাস উধাও। ক্যাপশনে তাই অভিনেত্রী লিখেছেন, ‘উইথ অর উইথ ইউ’। ওই পোস্টে দুই ব্যক্তিকে ট্যাগও করেছেন মধুমিতা। বোঝা যাচ্ছে, তারাই মধুমিতার মেকআপ করেছেন। এদিকে ছবি দুটো পোস্ট করতেই মধুমিতাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘বিখ্যাত হতে মানুষ কী না করে, উনি তো অর্ধেক কাপড়ই পরেনি।’ কেউ আবার লিখেছেন, ‘ওহ, চোখে চশমাও পরেছে। খেয়াল করিনি।’ আবার মধুমিতার পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। একজন লিখেছেন, ‘নিন্দুকের কথায় কান দিও না। নিন্দুকের কাজই হলো নিন্দা ও সমালোচনা করা। তুমি আরো এগিয়ে যাও। সাহসী রূপে ধরা দাও।’মধুমিতা অবশ্য বরাবরই নিজের শর্তে বাঁচেন। তাই কে কী বলল, তাতে কোনোদিন কান দেন না। তার সর্বশেষ সিনেমা ‘চিনি-২’। যদিও বক্স অফিসে সেই সিনেমা খুব একটা হিট হয়নি। এ ছাড়াও ‘জাতিস্মর’ ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। তুলনামূলক ভাবে ওই ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়েছিল।

 

 


আরোও অন্যান্য খবর
Paris