সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান

Paris
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪” গত ২৫ জানুয়ারি উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় আন্তঃক্রীড়া ও বহিঃক্রীড়া অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ৭ ফেব্রুয়ারি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা ও বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্মানিত সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের হোস্টেল সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করেন। তিনি আরও বলেন, “প্রতিদ্বন্দ্বিতামূলক বিশে^ টিকে থাকতে হলে সুস্থ দেহে সুন্দর মনের কোনো বিকল্প নেই।”


আরোও অন্যান্য খবর
Paris