সোমবার

২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে ভর্তির প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ১২ হাজার

Paris
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

স্টাফ রিপোর্টার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন জমা পড়েছে তিন লাখ ১২ হাজার। প্রাথমিক আবেদন চলবে ১৭ জানুয়ারি রাত ১২ পর্যন্ত। মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাথমিক আবেদন গত ৮ জানুয়ারি বেলা ১২টা থেকে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ইউনিটে (এ, বি, সি) তিন লাখ ১২ হাজার শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক তথা ‘এ’ ইউনিটে আবেদন সংখ্যা এক লাখ ১৩ হাজার, ‘বি’ ইউনিট তথা বাণিজ্য ইউনিটে ৭৭ হাজার ও বিজ্ঞান তথা ‘সি’ ইউনিটে এক লাখ ২২ হাজার আবেদন জমা পড়েছে। প্রাথমিক আবেদন শেষে জিপিএর ভিত্তিতে নির্বাচিত ভর্তিচ্ছুরা আগামী ২৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে চূড়ান্ত পর্যায়ের আবেদন করতে পারবেন, যা ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন শেষে ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট এবং ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। চূড়ান্ত আবেদন ফি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) জন্য ১১০০ টাকা, এবং ‘এ’ ইউনিট (মানবিক) ও ‘সি’ ইউনিটের চূড়ান্ত আবেদন ফি ১৩২০ টাকা। এবারের ভর্তি পরীক্ষায় গত বছরের ন্যায় ৮০টি বহু নির্বাচনী প্রশ্নের মান হবে ১০০ নম্বর। এক ঘণ্টা সময়সীমায় অনুষ্ঠিত প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হবে ১.২৫। ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রতিটি শিফটে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া ১৮ হাজার করে ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিতে পারবে।


আরোও অন্যান্য খবর
Paris