বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের

Paris
Update : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

এফএনএস : ইয়েমেনের ক্ষমতাসীন হুতি গোষ্ঠীর সামরিক লক্ষ্যস্থলগুলোতে বিমান ও সাগর থেকে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোর ওপর হুতিদের হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে। এটি ওই অঞ্চলজুড়ে ফিলিস্তিনি ছিটমহল গাজায় চলা ইসরায়েল-হামাস যুদ্ধের নাটকীয় একটি প্রসারণ। ইয়েমেন থেকে প্রত্যক্ষদর্শীরা দেশজুড়ে বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন বলে রয়টার্স জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, প্রয়োজনে তিনি আরও পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। বাইডেন বলেছেন, “লক্ষ্যস্থলে চালানো এসব হামলা পরিষ্কার একটি বার্তা যে যুক্তরাষ্ট্র ও আমাদের অংশীদাররা শত্রুদের আমাদের সেনাদের ওপর হামলা বা জলপথগুলোর স্বাধীনতা বিপন্ন করতে দেবে না।”নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, কানাডা ও বাহরাইন এ মিশনের অংশ হিসেবে অভিযানে সমর্থন যুগিয়েছে বলে বাইডেন জানিয়েছেন। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “প্রাথমিক ইঙ্গিতগুলো হচ্ছে (হামলায়) বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি হুতিদের হুমকির সক্ষমতা একটি ধাক্কা খেয়েছে।” অস্ত্রোপচারের জটিলতা নিয়ে হাসপাতালে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন, হুতিদের ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডার ও বিমান নজরদারি সক্ষমতাসহ বিভিন্ন লক্ষ্যে আঘাত হানা হয়েছে। একজন হুতি কর্মকর্তা রাজধানী সানার পাশাপাশি সাআদা, ধামার শহরসহ হোদেইদাহ প্রদেশে ‘বিমান আক্রমণ’ চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। এসব হামলাকে ‘আমেরিকান-জায়নবাদী-ব্রিটিশ আগ্রাসন’ বলে অভিহিত করেছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, সানা বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক ঘাঁটি, তাইজ বিমানবন্দর সংলগ্ন একটি সামরিক এলাকা, হোদেইদাহে হুতিদের নৌ ঘাঁটি এবং হাজ্জাহ প্রদেশের সামরিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে। অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ বিস্তৃত হওয়ার অন্যতম সবচেয়ে নাটকীয় প্রদর্শনী ইয়েমেনে যুক্তরাষ্ট্র, ব্রিটেনের এ হামলা। যদিও যুক্তরাষ্ট্র বলেছে, উত্তেজনা বাড়ানোর কোনো উদ্দেশ্য নেই তাদের। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, জঙ্গি বিমান, জাহাজ ও ডুবোজাহাজের দিয়ে হামলাগুলো চালানো হয়েছে। তিনি জানান, এক ডজনেরও বেশি স্থানে আঘাত হানা হয়েছে, হুতিদের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে হামলাগুলো চালানো হয়েছে, এগুলো শুধুমাত্র প্রতীকী ছিল না। যুক্তরাষ্ট্রের আরেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বলেছেন, “শুরু থেকেই এবং প্রেসিডেন্টের দিকে থেকেও হামলাগুলোর লক্ষ্য খুব পরিষ্কার ছিল। সাগরে চলাচলরত বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোতে হুতিদের হামলা চালানোর সক্ষমতা দূর করাই এর উদ্দেশ্য ছিল।” হুতিরা দাবি করেছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা জানিয়ে এবং ইসরায়েলের হামলার প্রতিবাদে তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে। এর আগে মঙ্গলবার রাতে লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে হুতিদের ছোঁড়া ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নৌবাহিনী। হামলা প্রতিহত করার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইঙ্গিত দিয়েছিল, তারা হুতিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। হুতিদের এসব হামলা বন্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য আন্তর্জাতিক পক্ষগুলোও আহ্বান জানিয়েছিল। হামলা বন্ধ না করলে হুতিরা এর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ার করেছিল যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধে কয়েকভাগে বিভক্ত হয়ে থাকা ইয়েমেনের রাজধানী সানাসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ অঞ্চল ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে আছে। গাজায় তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত ২৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামলার পর বেড়েছে জ¦ালানি তেলের দাম এঘটনার পরই আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের দাম বেড়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার বেড়ে ৭৯ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৫৫ শতাংশ। সিঙ্গাপুরের এএনজেড-এর এশিয়া গবেষণার প্রধান খোন গোহ বলেছেন, এখনই প্রভাব সম্পর্কে বলার সময় আসেনি। একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও বড় পতন লক্ষ্য করা গেছে।
‘গভীর উদ্বেগ’ প্রকাশ সৌদি আরবের : সৌদি আরব লোহিত সাগর অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেনের বেশ কয়েকটি স্থানে বিমান হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে তারা এই উদ্বেগের কথা জানান। সৗদি প্রেস এজেন্সির একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সৌদি আরব লোহিত সাগর অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেন প্রজাতন্ত্রের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তারা সেখানের পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে।’ রিয়াদ সেখানের উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথ অভিযানের কথা ঘোষণা করার পরপরই এই বিবৃতিটি আসে। মার্কিন সামরিক বাহিনী গত বৃহস্পতিবার ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, লোহিত সাগরে ইরান সমর্থিত হুথিগোষ্ঠীর ব্যাপক হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন হুথিদের লক্ষ্য করে আক্রমণ চলায়, তবে কোনো ড্রোন হামলা চালানো হয়নি। পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন বলেছেন, আক্রমণগুলো করা হয়েছিল মূলত হুথিদের মনুষ্যবিহীন আকাশযান, ব্যালিস্টিক, ক্রুজ ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডারসহ বিমান নজরদারি ব্যবস্থাগুলো লক্ষ্য করে। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) অনুসারে, ১৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ লক্ষ্য করে হুথিরা ২৭টি আক্রমণ চালিয়েছে। এর আগে আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, লোহিত সাগরে ইরান সমর্থিত গোষ্ঠীর আক্রমণ বন্ধ করতে ওয়াশিংটনের একাধিক সতর্কতা ব্যর্থ হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথিদের ওপর আক্রমণ চালানোর পরিকল্পনা জোরদার করছে। সূত্র: আল-অ্যারাবিয়া


আরোও অন্যান্য খবর
Paris