বৃহস্পতিবার

২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত ইউনিয়নের সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রাজশাহীর বাস শ্রমিকদের রাজশাহী নগরীতে পলাতক আসামির অস্থাবর সম্পত্তি জব্দ বাঘায় স্ত্রীর লাঠির আঘাতে আহত শিক্ষকের মৃত্যু চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে জনপ্রশাসনে চিঠি শিক্ষামন্ত্রীর জলবায়ু বিপর্যয় উপকূলীয় মানুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে : গবেষণা গোপন নথিতে উঠে এল ইরানি কিশোরীকে যৌন নিপীড়ন-হত্যার ঘটনা ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি আজ মহান মে দিবস তিন দশকের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী

শিবগঞ্জে ৭টি বিদেশি পিস্তলসহ নারী আটক

Paris
Update : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাতটি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৪২ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি। একইসঙ্গে রুমি বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে পৃথক দুটি অভিযান থেকে এসব জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। গ্রেপ্তার নারী উপজেলার ছত্রাজপুর ইউনিয়নের চণ্ডিপুর পশ্চিম পাড়া গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে। সংবাদ সম্মেলনে গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গত বুধবার অস্ত্র চোরাকারবারিরা অস্ত্রের দুটি চালান সোনামসজিদ এবং চকপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। পরে বিজিবি বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ী বিজিবি ভেহিক্যাল স্ক্যানার চেকপোস্টে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করা হয়। এ সময় অটোরিকশায় থাকা রুমি বেগমের একটি পলিথিন ব্যাগে শুঁটকির মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় তাকে আটক করা হয়। অন্যদিকে গত বুধবার রাতেই সীমান্ত পিলার ১৮২/৬-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঊনিশবিঘী নামক স্থানে একটি আমবাগানে অবস্থান নেয় বিজিবি। পরে কয়েকজন চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় কাছে থাকা একটি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ছয়টি বিদেশি পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবি অধিনায়ক আরও জানান, সর্বশেষ ১১ মাসে ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযান থেকে ১১ জন আসামিকে আটক করা হয়। এ ছাড়া ২০টি দেশি-বিদেশি পিস্তল, ৩৭৩ রাউন্ড গুলি এবং ৩২টি ম্যাগাজিন জব্দ করতে সক্ষম হয়েছে। সংবাদ সম্মেলনে রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, বিজিবি-৫৯ উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris