শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা! নগদ আছে ১ কোটি টাকা, জানেন না টিভি-ফ্রিজ ও আসবাবপত্রর মূল্য! সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্যপ্রতিমন্ত্রী মিথিলার মুকুটে যুক্ত হলো নতুন পালক মৃত্যুকে কাছ থেকে দেখলেন নায়ক দেব! ধান কাটতে গিয়ে ‘হিট স্ট্রোকে’ বাঘার শ্রমিকের সিংড়ায় মৃত্যু! গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় গাজীপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয় চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকীর মুখে ৩ বাঁধ

‘রুয়েটের ইনোভেশন হাব নিত্য নতুন আইডিয়া বাস্তবায়ন করবে’

Paris
Update : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

আইসিটি মন্ত্রনালয়ের মাধ্যমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্থাপিত “ইনোভেশন হাব”এখানকার শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে ইন্ডাস্ট্রিয়াল ও বানিজ্যিক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইসিটি মন্ত্রনালয়ের কনসালটেন্ট এবং রুয়েটের বিভিন্ন ইনোভেশন সোসাইটির উপদেষ্টা ও শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ আশাবাদ ব্যক্ত করেন।

এই সভায় আইসিটি মন্ত্রনালয়ের কনসালটেন্ট ড. অনন্য রায়হান বলেন, রুয়েটে স্থাপিত ইনোভেশন হাবের মাধ্যমে এখানকার শিক্ষার্থীরা তাদের ইনোভেটিভ আইডিয়াগুলোকে প্রোটোটাইপ এবং চুড়ান্ত প্রডাকশনে নিয়ে যেতে সক্ষম হবে। এর জন্য আইসিটি মন্ত্রনালয় শিক্ষার্থীদের প্রয়োজনীয় পরামর্শ ও আর্থিক সহযোগিতা করবে।  পরিকল্পনা  ও উন্নয়ন দপ্তরের পরিলচালক ও ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক উপস্থিত ছিলেন। সভায় রুয়েটের শিক্ষার্থীদের নিয়ে গঠিত বিভিন্ন সোসাইটি ও ক্লাবের উপদেষ্টা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকগন উচ্চতর গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সকল তথ্য ও ডকুমেন্টস বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) এর ই-সেবা থেকে সংগ্রহ করতে পারবেন। সোমবার বিকেলে ভার্চুয়াল কনফারেন্স রুমে “গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্যসেবা ও ই-সার্ভিস অবহিতকরণ” বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। ব্যান্সডক রুয়েটে কর্মরত গবেষক ও শিক্ষকদের জন্য এই ভার্চুয়াল সেমিনারটি আয়োজন করে। ব্যান্সডক-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ব্যান্সডক এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পিএসও) মো. মনিরুজ্জামান, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। সেমিনারে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকগণ অংশগ্রহণ করেন।

 


আরোও অন্যান্য খবর
Paris