শনিবার

২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে সাইবার হামলার হুমকি নিয়ে কাজ করছে র‌্যাব

Paris
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

এফএনএস

সারা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ‘সাইবার হামলা’র হুমকি দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংক-এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর এ বিষয়ে অন্যান্য প্রতিষ্ঠানের মতো এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানও (র‌্যাব) কাজ করে যাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর কাওরান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাইবার হামলার হুমকিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কথা জানান। ‘ভারতীয় একটি হ্যাকার গ্রুপ’ সাইবার হামলার হুমকি দিয়েছে। এ বিষয়ে র‌্যাবের কোনো তৎপরতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সাইবার হামলার হুমকি কিংবা সাইবার নিরাপত্তার বিষয়ে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরাও কিন্তু বেশ কিছু নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের যারা আইটি এক্সপার্ট আছেন, তারা এটা নিয়ে কাজ করছেন। আর যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।


আরোও অন্যান্য খবর
Paris