শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন

Paris
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি বাঙালি জাতীয়তাবাদ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর রচিত সাহিত্য  বাংলা ভাষা ও সাহিত্যকে বিচিত্রভাবে সমৃদ্ধ করেছে। অগ্নিবীণা সাহিত্য পরিষদ, বাংলা বিভাগের উদ্যোগে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মদিবস উদ্যাপন করে। ২৫ মে সকাল ৯.৩০ মিনিটে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নজরুল জয়ন্তী-২০২৩ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজশাহী কলেজ অডিটোরিয়ামে সকাল ১০ টায় শুরু হয় কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান ও রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ। আরও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন, মূল প্রবন্ধ উপস্থাপক মোছা: হাজেরা খাতুন, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ। প্রবন্ধের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোসাঃ তাসলিমা খাতুন ও সহকারী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন। ‘কাজী নজরুল ইসলাম: মানবতাবাদ ও সাম্যবাদের সাধক কবি’Ñশীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপক মোছাঃ হাজেরা খাতুন তাঁর বক্তব্যে নজরুলের সাম্যবাদ ও মানবতাবাদের বহুমাত্রিক দৃষ্টান্ত উপস্থাপন করেন এবং নজরুলকে শোষিত, অত্যাচারিত, অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত হিসেবে চিহ্নিত করেন।  এদিকে, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এঁর ১২৪তম জন্মবার্ষিকী উদ্্যাপন-২০২৩ উপলক্ষ্যে কলেজে আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১ টায় কলেজ প্রাঙ্গনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১০:২০ মিনিটে কলেজের নতুন মিলনায়তন কক্ষে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক জনাব মোঃ তোফাজ্জল হোসেন মোল্লাসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল শিক্ষকবৃন্দ, কর্মচারি এবং ছাত্রীরা। জন্মজয়ন্তীর আলোচনায় প্রধান আলোচক ছিলেন  কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আকতারুজ্জামান শেখ।


আরোও অন্যান্য খবর
Paris