শনিবার

৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫১ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হচ্ছে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি

Paris
Update : সোমবার, ২২ মে, ২০২৩

এফএনএস

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটির সংস্কার কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এর ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ টাকা। জুলাই কিংবা আগস্টের মধ্যেই কাজ শেষ হবে বলে জানা গেছে। জানা যায়, ২০২১ সালের ২৯ ডিসেম্বর সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে আসেন। তখন তিনি বাড়িটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। একইসঙ্গে জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্যও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিলেন তিনি। গত শুক্রবার সকালে সংস্কার কাজ পরিদর্শন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে। এ সময় তিনি বলেন, সত্যজিৎ রায়ের পৈতৃক পরিত্যক্ত ও জরাজীর্ণ বাড়িটির মূল কাঠামো ঠিক রেখে সংস্কার কাজ করছি। জুলাই-আগস্ট মাসের মধ্যেই কাজ শেষ হবে। বাড়িটির সীমানা নির্ধারণের জন্য উপজেলা প্রশাসনকে বলেছি। এরপর সীমানা প্রাচীর নির্মাণ ও পুকুর সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। চন্দন কুমার দে আরও বলেন, ২০১২ সনে ৭০ লাখ টাকা ব্যয়ে বাড়িটির পাশে একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে। দর্শনার্থীরা স্বল্প টাকায় অতিথিশালায় থাকতে পারেন। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক মাইনুর রহিম, প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী জাহিদুল করিম, কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান, প্রত্নতাত্ত্বিক সহকারী প্রকৌশলী খলিলুর রহমান তালুকদার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, রসায়নবিদ লিয়াকত আলী ও মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris