শুক্রবার

২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
তীব্র তাপদাহে রাসিকের উদ্যোগে ১০ স্থানে বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প নওগাঁয় ১১০ মেট্রিক টন ভূট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে বাঘা উপজেলায় আ.লীগের প্রার্থী নির্ধারণ! বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে : প্রধানমন্ত্রী গরমের জন্য সরকারকে দায়ী করলেন রিজভী আপাতত গরমেই খেলবে সাবিনা-সানজিদারা ১০ কোটি টাকা অনিয়ম পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক লালমনিরহাটেও যোগ দেননি কেএনএফ প্রধান নাথানের স্ত্রী বাংলাদেশের চিকিৎসা খাতে থাই বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে নগরবাসীর পাশে থাকতে রাসিক যেসব উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে

মান্দায় বাবার জানাজায় অংশ নিতে জামায়াত কর্মীর ৫ ঘন্টার মুক্তি

Paris
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য মাইনুল ইসলাম ওরফে জব্বার (৫৫) নামে জামায়াতের এক কর্মীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মেহেদী হাসানের (পিএএ) নির্বাহী আদেশে ৫ ঘন্টার জন্য মুক্তি পান তিনি। আদেশের পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কড়া পুলিশ পাহারায় নওগাঁ কারাগার থেকে তাঁকে উপজেলার নুরুল্লাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে নিয়ে আসা হয়। এর পর বিকেল পৌণে ৫টার বাবার জানাজায় অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নাশকতা মামলার আসামি জামায়াতকর্মী মাইনুল ইসলামের বাবা আমির উদ্দিন প্রামাণিক বার্ধক্যজনিত কারণে সোমবার ভোররাতে নিজ বাসভবনে মারা যান। এসময় মাইনুল ইসলাম নওগাঁ কারাগারে ছিলেন। বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মেহেদী হাসানের কাছে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে তাঁকে ৫ ঘন্টার জন্য মুক্তি দেয়া হয়েছিল। উল্লেখ্য গত ২৫ জানুয়ারি গোপন বৈঠকের সময় উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া গ্রামের মসজিদ থেকে মাইনুল ইসলামসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের ১৫জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে মাইনুল ইসলাম নওগাঁ কারাগারে হাজতবাস করছেন।


আরোও অন্যান্য খবর
Paris