বুধবার

৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোট গ্রহণ আজ প্রকল্প কতটুকু জনকল্যাণে লাগবে তা বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর চৌবাড়িয়া পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তানোরের গরুর গাড়ি আর মাটির বাড়ি স্থান পেয়েছে ডাক বিভাগের বিশেষ খামে রাজশাহীতে পাথরের ট্রাক থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার কাল গোদাগাড়ী উপজেলায় নির্বাচনে লড়াই হবে ত্রিমূখী? রাজশাহী নগরীতে প্রশস্তকৃত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন মেয়র দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামূল হকের কর্মী সমাবেশ

যুক্তরাজ্যে ১০০ কম্পানিতে সপ্তাহে কাজ ৪ দিন, কাটবে না বেতন

Paris
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

যুক্তরাজ্যের ১০০টি কম্পানির কর্মীদের সাপ্তাহিক কাজ চার দিন করা হয়েছে এবং তারা তিনদিন ছুটি কাটাবেন। ওইসব কম্পানি ঘোষণা দিয়েছে- সপ্তাহে তিন দিন ছুটি কাটালেও কর্মীদের বেতন কেটে নেওয়া হবে না। এনডিটিভি জানিয়েছে, ওই ১০০ কম্পানিতে কাজ করে প্রায় দুই হাজার ৬০০ কর্মী। সেসব কম্পানিতে সপ্তাহে তিন দিন ছুটির ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। তারপর ঘোষণা এসেছে, এখন থেকে স্থায়ীভাবে সব কর্মী চারদিন পরপর তিনদিন ছুটি কাটাবেন। ওইসব কম্পানির কর্মীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, সপ্তাহে ছয়দিন বা পাঁচদিন পরপর ছুটি দেওয়ার বিষয়টি আধুনিক অর্থনীতিতে একটি বাজে ব্যবস্থা। কর্মীরা আরো জানিয়েছেন, চারদিন পরপর যেসব কম্পানিতে ছুটি দেওয়া হয়, সেখানে কম্পানির উৎপাদন বেড়ে যায়। কর্মীরাও এই কম সময়ের মধ্যেই নিজেদের কাজ সম্পন্ন করতে পারে। এমনকি যেসব কম্পানি ‘চারদিন পর ছুটির ফর্মুলা’ গ্রহণ করেছে, তারা দেখেছে- সেসব কম্পানিতে কর্মীদের যোগ দেওয়া এবং বেশিদিন থাকার আগ্রহ তৈরি হয়। সপ্তাহে চারদিন ছুটির ঘোষণা দেওয়া কম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যাটম ব্যাংক, বৈশ্বিক মার্কেটিং কম্পানি আউইন।গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় এবং থিংকট্যাংক অটোনমি যৌথভাবে ছুটির বিষয়টি নিয়ে একটি পাইলট প্রজেক্ট পরিচালনা করছে। বিশ্বের ৭০টি কম্পানির তিন হাজার ৮০০ কর্মীকে নিয়ে চলছে তাদের এ মহাযজ্ঞ। সূত্র: এনডিটিভি

 


আরোও অন্যান্য খবর
Paris