শুক্রবার

১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্রীষ্মকালীন কারুশিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন অংকের হিসাব লাগে জীবনের শেষ দিন পর্যন্ত : আব্দুল ওয়াদুদ ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন হজ পালনের ধাপসমূহ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে, ক্লাস শুরু ৩০ জুলাই দক্ষ জনগোষ্ঠী তৈরিতে রাসিকের প্রতিটি ওয়ার্ডে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হবে : মেয়র টকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী রাজশাহীতে গুটি আম পাড়া শুরু হলেও জাতের আম পাড়া হবে ২৫ মে থেকে রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার বাঘায় দোকান কর্মচারিকে কুপিয়ে হত্যার দুই আসামীর মৃত্যুদণ্ড

রাজশাহীতে এসএসসি ১৯৯৭ ব্যাচের পূর্ণমিলনী

Paris
Update : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

নিয়ামতপুর থেকে প্রতিনিধি
পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কেউ কুশল বিনিময়ে ব্যস্ত। একে অন্যকে বুকে জড়িয়ে ধরছেন কেউ। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। যেন ফিরে গেছেন পুরোনো দিনে। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণে। গতকাল শুক্রবার শিক্ষা নগরী রাজশাহী সরকারি মাদ্রাসা বর্তমান হাজী মোহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের পুর্ণমিলনী উৎসব।
‘বন্ধুর পথে, বন্ধু সাথে’ স্লোগান নিয়ে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই পূর্ণমিলনী অনুষ্ঠান। পূনর্মিলনী উৎসবে অংশ নেওয়া সবার পরনে ছিল টিয়া রঙের টি-শার্ট। বেলা সাড়ে ১০টার দিকে কোরআন তেলওয়াত ও ১৯৯৭ ব্যাচের মরহুম শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা শেষ করে মধ্যান্য ভোজের আয়োজন করে কর্তৃপক্ষ। এ সময় স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আলহাজ্ব তোজাম্মেহক, সহকারী শিক্ষক সাহিন আলম উপস্থিত ছিলেন।
ঢাক থেকে আসা টমাস, দোলন ও নওগাঁর নিয়ামতপুর থেকে আসা শাহজাহান শাজু বলেন, পুরোনো বন্ধুদের কাছে পেয়ে বেশ ভালো লাগছে। সিনিয়র শিক্ষক তোজাম্মেল হক বলেন, ‘এ আয়োজন ঘিরে যে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে, সেটি যেন আমাকেও স্পর্শ করছে। এমন আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৯৭ সালের এসএসসির ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। এ বন্ধন যেন ভবিষ্যতেও অটুট থাকে।’

 


আরোও অন্যান্য খবর
Paris